বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে জনশুমারি ও গৃহগণনা-২১ প্রকল্পের আওতায় স্মার্ট নাগরিক গঠনের লক্ষে ২য় পর্যায়ে খুলনার পাইকগাছার ৬২টি বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ৩৭২ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা সহায়ক উপহারের ট্যাব বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর প্রদত্ত শিক্ষা সহায়ক উপহারের ট্যাব বিতরণ। করেন খুলনা-৬ (পাইকগাছ-কয়রা) আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু। প্রধান অতিথির বক্তৃতায় এমপি বাবু বলেন, স্মার্ট বাংলাদেশ ঘঠনে এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূরপ্রসারী চিন্তার একটি অংশ বিশেষ। প্রযুক্তি নির্ভর শিক্ষার্থীদের অবাধ বিচরণে ট্যাব গুরুত্বপূর্ণ ও অপরিহার্য। কেননা ট্যাব গুলো ব্যবহার করে শিক্ষার্থীরা খুব সহজেই টাইপিং, ডকুমেন্টেশন, প্রেজেন্টেশন করতে পারবে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি মো. আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম। এ সময় উপজেলা পরিসংখ্যান তদন্তকারি কর্মকর্তা মো. কবিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জি এম আবদুস ছালাম কেরুসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও উপকারভোগী মেধাবী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে গত ১৪ এপ্রিল ১ম পর্যায়ে উপজেলার ৮টি স্কুলের ৪৮ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা সহায়ক উপহারের ট্যাব বিতরণ করা হয়।