খুলনা-৪ আসনের সংসদ সদস্য আবদুস সালাম মূর্শেদী বলেছেন কৃষকেরা এদেশের উন্নয়নের চাবিকাঠি। কৃষকের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। শেখ হাসিনা সরকার কৃষিবান্ধব সরকার। শেখ হসিনার পৃষ্ঠপোষকতা পেয়ে আজ প্রাণি, মৎস্য ও কৃষিক্ষেত্রে চরম উৎকর্ষ সাধিত হয়েছে। তাইতো এ সেক্টরগুলোতে দেশ স্বয়ংসম্পূর্ণ।
গত মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১১ টায় নিরাপদ মাছে ভরবো দেশ গড়ব স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে দিঘলিয়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতায় তিনি একথা বলেন। অনুষ্ঠানের আগে এক বর্ণাঢ্য র ্যালী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সফল মৎস্য চাষিদের সফলতার মূল্যায়ন স্বরুপ তাদের ক্রেস্ট দেয়া হয়। অনুষ্ঠান শেষে উপজেলা পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ ও মৎস্য খাতে সরকারের উন্নয়ন ভিত্তিক প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন দিঘলিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক মোঃ কামরুল ইসলাম। দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোল্যা আকরাম হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, গাজীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্যা মফিজুর রহমান ঠান্ডু, সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সাহাগীর হোসেন পাভেল, বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন, মোল্যা কামরুজ্জামান বাচ্চু, দিঘলিয়া সরকারি এমএ মজিদ কলেজের অধ্যক্ষ খান রওশন আলী, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন। আরো উপস্থিত থেকে মৎস্য চাষিদের সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন মৎস্য চাষি ও মৎস্য ব্যবসায়ী গাজী আবদুল কাদের, দিঘলিয়া, মহেশ্বরপুর ও ঘোষগাতী মৎস্য চাষি সমিতির সাধারণ সম্পাদক শেখ মফিজুর রহমান, চিংড়ি চাষ উন্নয়ন প্রকল্প দিঘলিয়া ক্লাস্টার সভাপতি মোঃ মনিরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন দিঘলিয়া মৎস্য দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন ক্লাস্টার পর্যায়ের মৎস্য চাষিগণ।