ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে রোববার সকাল ১১ টায় জাতিয় মৎস্য সপ্তাহ উপলক্ষে স্থানীয় সাংবাদকদের সাথে মৎস্য দপ্তরের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান। এ সময় উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ মূল প্রতিপাদ্য বিষয়ের উপর মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, স্থানীয় সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন, মোঃ লিয়াকত আলী লাবলু ও মোঃ সাইফুল ইসলাম উজ্জ্বল প্রমূখ। সভায় পদ্মা নদী বেষ্টিত অত্র উপজেলার নদনদী, খালবিল, পুকুর ও বিভিন্ন জলাশয়ের মৎস্য সম্পদ রক্ষা ও সম্প্রসারন সহ মৎস্যজীবীদের জীবন মানউন্নয়নের উপর বিশদ আলোচনা করা হয়।