খুলনার পাইকগাছায় চাঁদখালী ইউনিয়নে রাস্তার উপর ইটের ব্যবসায় প্রাণ হারালো শহিদুল ইসলাম (৪৫) নামের এক ট্রলি চালক। গত শনিবার সকালে ইটের ধাক্কায় ট্রলি চালক দরিদ্র শহিদুল গুরুত্বর আহত হয়। ঐদিন রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শহিদুল ইসলাম সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের শাকদাহ গ্রামের মৃত আবদুল গণি সরদারে ছেলে এবং দুই শিশু সন্তানের জনক। গুরুত্বর আহত শহীদুলকে প্রথমে পাইকগাছায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু অবস্থা গুরুত্বর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক খুলনায় নেওয়ার কথা বলেন। পরবর্তীতে খুলনা সিটি মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক রাত সাড়ে ১১টায় দিকে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে উপজেলার চাঁদখালী ইউনিয়ের কালিদাশপুর গ্রামের মৃত আনার গাজী ছেলে প্রভাবশালী খোকন গাজী রাস্তার উপর ইট রেখে ব্যবসা করে আসছেন। মৃত শহিদুলের ভাইপো মাহামুদুল হাসান জানান, ট্রলি চালিয়ে চাচা চারা মাছ কিনতে পাইকগাছায় যায়। অন্য একটি ট্রলিকে সাইড দিতে গিয়ে এ সময় রাস্তার উপর স্তুপ করে রাখা ইটে ধাক্কায় সে গুরুত্বর আহত হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের পরিবারের লোকজন বলেন, রাস্তার পাশে স্তুপকৃত ইটের আঘাতে তার মৃত্যু হয়েছে। ইট ব্যসায়ী খোকন গাজী রাস্তার উপর ইট রাখার কথা স্বীকার বলেন, তার (শহিদুল) হায়াত ও পর্যন্ত ছিলো। পরে সে ইট সরিয়ে নিয়েছেন বলে জানান। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক জনপ্রতিনিধি বলেন, খোকন গাজীকে রাস্তার উপর ইট রেখে ব্যবসা না করার জন্য একাধিকবার বারন করা হলেও শুনিনি। সে একাধিক অবৈধ ব্যবসার সাথেও জড়িত বলে স্থানীয়রা জানান। তালা-কলারোয়া সংসদ সদস্য অ্যাড. মুস্তাফা লুৎফুল্লাহ এ মর্মান্তিক মৃত্যুতে সোমবার শহিদুলের বাড়িতে যেয়ে শোক প্রকাশ করেন এবং এর আগে রোববার জানাযায় অংশগ্রহণ করেন।