খুলনার পাইকগাছায় উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। চলতি আমন মৌসুমে উপজেলার ১৬শ ৭০ ক্ষুদ্র কৃষকের বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে। এর মধ্যে ২শ জনকে হাইব্রিড ধানের বীজ ধান দেওয়া হয়েছে। সভায় সতর্ক করা হয়েছে সরকার কর্তৃক নিধারিত মূলের চেয়ে ডিলার ও খুচরা বিক্রেতারা বেশি দামে সার-বীজ বিক্রয় করলে তাদের ডিলার বাতিল করা হবে। উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় এ তথ্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম। উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত কমিটি সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু ও লিপিকা ঢালী, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আ. মান্নান গাজী, কেএম আরিফুজ্জামান তুহিন, রিপন কুমার মন্ডল, জিএম আ. ছালাম কেরু, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, কৃষি কর্মকর্তাবৃন্দসহ বিএফ প্রতিনিধি রাম প্রসাদ পাল, বিএডিসি প্রতিনিধি নুর ইসলাম খাঁ, আজাহারুল ইসলাম লাভলু, আলিমুজ্জামানসহ কমিটি সদস্যরা।