যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদ আয়োজিত পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক।
"সবার আগের সুশাসন জনসেবায় উদ্ভাবন" এ প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন-ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাজান সিরাজ, সহকারী কমিশনার (ভূমি) এ কে এম মামুনুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান জাহাঙ্গীর, ঝিকরগাছা মহিলা কলেজের উপাধ্যক্ষ মোঃ ইলিয়াস উদ্দীন, প্রকল্প কর্মকর্তা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রমুখ। আলোচনা সভায় কর্মকর্তা বৃন্দ জনগণের সেবায় সকল কর্মকর্তা-কর্মচারীদের কে আন্তরিকতার সাথে কাজ করার ব্যাপারে সচেতন হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন। সভায় উপজেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।