শাহরাস্তি উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নের লাকামতা মাইজের বাড়ির প্রবাসী আমান উল্লাহর দেড় বছরের শিশু নিহা রোববার সকালে বাড়ির পুকুরে পড়ে মারা গেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রবাসী আমান উল্লাহর স্ত্রী গত কয়েকমাস আগে দু’সন্তান রেখে পরকীয়া প্রেমের কারণে চলে যায়। ঘটনার দিন সকালে নিহা সকলের অজান্তেই ঘরের পাশের পুকুরে পড়ে মায়। নিহাকে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করার একপর্যায়ে বাড়ির পুকুরে তার মৃতদেহ দেখতে পেয়ে উদ্ধার করার আগেই তার মৃত্যু ঘটে। নিহার পিতা আমান উল্লাহ সৌদি প্রবাসী। তার স্ত্রী দুসন্তান রেখে পরকীয়ার জেরে কাউকে কিছু না বলে চলে যায়। বাড়ির লোকজন নিহার মৃত্যুর জন্য তার মাকে দায়ী করছেন।