পিরোজপুর জেলা টেক্সি-অটোরিক্সা ও অটো টেম্পু মালিক সমিতির সভাপতি ও জাতীয় শ্রমিকলীগ কাউখালী উপজেলা শাখার সভাপতি আঃ মান্নান বাবুল ও কাউখালী উপজেলা রিক্সা, ভ্যান অটোমিশুক চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন সহ ৫ জনের বিরুদ্ধে ভাংগারী ব্যবসায়ী পলাশ মিথ্যা মামলা দেয়ার প্রতিবাদে কাউখালীতে অটো টেম্পু মালিক সমিতি উদ্যোগে রোববার সকালে উপজেলা মোড়ে চালকরা দুই ঘন্টা অটোটেম্পু বন্ধ রেখে বিক্ষোভ করে। পরে এক সংবাদ সম্মেলেনে পিরোজপুর জেলা টেক্সি-অটোরিক্সা মালিক সমিতির সভাপতি আঃ মান্নান বাবুল, কাউখালী উপজেলা রিক্সা, ভ্যান, অটোমিশুক চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন, সমিতির সাংগঠনিক সম্পাদক সোহাগ হাওলাদার, কোষাধ্যক্ষ সেকান্দার আলী, শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আতিকুল ইসলাম মনির, সদস্য সজল হালদার লিখিত বক্তব্যে বলেন, কাউখালী বাসস্ট্যান্ড রোডে ভাংগারী ব্যবসায়ী পলাশ দীর্ঘদিন যাবৎ অটোটেম্পু ও মিশুকের চুরি হওয়া ব্যাটারী ক্রয় করে আসছে। গত ৩ জুলাই চুরি হওয়া ব্যাটারী পলাশ ক্রয় করেছে খবর পেয়ে সমিতির লোকজন পুলিশ নিয়ে তার দোকান ও বাসা থেকে ১৪টি ব্যাটারী উদ্ধার করে থানা নিয়ে আসে। এ সময় পলাশ পালিয়ে যায়। পরবর্তীতে পলাশ তার মা মনোয়ারাকে দিয়ে পিরোজপুর কোর্টে দুই সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৫জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। বক্তরা আরও বলেন, অবিলম্বে ওই মিথ্যা মামলা প্রত্যাহার ও পলাশকে আইনের আওতায় না আনা হলে কাউখালীতে অটোটেম্পু ও মিশুক চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার হুশিয়ারী দেন। এবিষয় ভাংগারী ব্যবসায়ী পলাশ সাংবাদিকদের জানান, আমার ভাই মহিদুল রিক্সা, ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি হওয়ায় ওই অটোরিক্সা সমিতির সাথে বিরোধ সৃষ্টি হয় এবং তাদের অনিয়মের ব্যাপারে আমি প্রতিবাদ করায় আমার নামে উদ্দেশ্য প্রণোদিত হয় মিথ্যা অপবাদ দিচ্ছে। আমার দোকান কোন চুরি হওয়া ব্যাটারী পাওয়া যায়নি।