ভোলা দৌলতখান প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মহিন আহমেদ'র ছেলে জারিফ শাহরিয়ার জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায় দ্বিতীয় স্থান অধিকার করেছে। বাংলাদেশ শিশু একাডেমি বরিশালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা বরিশাল বিভাগীয় পর্যায় অনুষ্ঠিত বালক বিভাগের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সে দ্বিতীয় স্থান লাভ করে। মো. জাহাঙ্গীর হোসেন, জেলা প্রশাসক, বরিশাল। সভাপতি জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা বিভাগীয় পরিচালনা কমিটি বরিশাল ও মো. মোজাম্মেল হোসেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ও সদস্য সচিব জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা বিভাগীয় পরিচালনা কমিটি বরিশাল তাকে সনদপত্র প্রদান করেন। জারিফ শাহরিয়ার বিভাগীয় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করায় দৌলতখানের সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন পেশাজীবি ও বিভিন্ন শ্রেণির সংস্থার পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।