মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বিএনপি'র আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকাণ্ডচট্টগ্রাম মহাসড়কের পাশে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি।
উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, ও সাধারণ সম্পাদক মনসুর আমেদ খাঁন জিন্না, মুন্সিগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান খাঁন, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আল আমিন দেওয়ান, গজারিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, টেংগারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরান উদ্দিন দেওয়ান, বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুল্লাহ মেম্বার, ও সাধারণ সম্পাদক আল আমিন প্রধান, সকাল থেকে ই ঢাকাণ্ডচট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সতর্ক অবস্থায় ছিল।