মুন্সীগঞ্জের গজারিয়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করতে গিয়ে অবশেষ ব্যর্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বাবলী আক্তার (২৩) নামে এক গৃহবধূ।
প্রথম স্ত্রী লীমা আক্তারের (২৬) সাথে দেখা করায় স্বামী সাজু চৌধুরীর সাথে দ্বন্দ্বের সৃষ্টি হয় দ্বিতীয় স্ত্রী বাবলী আক্তারের। ওই দ্বন্দ্বের জেরে গেল বৃহস্পতিবার রাত আনুমানিক পৌনে ৯টার দিকে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বাবলী আক্তার।
তাৎক্ষণিক স্বামী সাজু চৌধুরী স্ত্রী’কে ঝুলন্ত অবস্থায় দেখে সিলিং ফ্যান থেকে আহত অবস্থায় করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।
আহত বাবলী আক্তার সিলেট জেলার নবীগঞ্জ উপজেলার বিশ্বনাথ পুর গ্রামের লালু মিয়ার কন্যা। তিনি গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামের ফারুক দেওয়ানের বাড়ির ভাড়াটিয়া সাজু চৌধুরীর দ্বিতীয় স্ত্রী বলে জানা যায়।
এদিকে, বাবলী আক্তারের স্বজনের অভিযোগ, প্রথম স্ত্রীর কথা গোপন রেখে বাবলী আক্তারকে বিয়ে করেন সাজু চৌধুরী। বিষয়টি জানার পর থেকে সংসারে অশান্তি চলছিলো। বৃহস্পতিবার বিকালে এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডায় একপর্যায়ে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বাবলী আক্তার।
স্বামী সাজু চৌধুরী বলেন, পারিবারিক কলহের জেরে রাত পৌনে ৯টার দিকে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে বাবলী আক্তার আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে
উদ্ধার করে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে আসি। বালুয়াকান্দি ইউনিয়নের বিট পুলিশিং ইনচার্জ এসআই সেকান্দর আলী জানান, এক গৃহবধূ আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে শুনেছি। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।