পরপর দু’দিন রাজনৈতিক কর্মসূচির কারণে রাজধানীর প্রধান প্রধান সড়কে ছিল তীব্র যানজট। অনেকে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা থাকেন। ভাঙচুরের আশঙ্কায় বাস বা অন্যান্য গণপরিবহন রাস্তায় কম নামে। ফলে কর্মজীবী মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়। অনেককে অতিরিক্ত ভাড়া দিয়ে রিকশা বা অন্যান্য ছোট পরিবহনে পাড়া-মহল্লার ভেতর দিয়ে চলাচল করতে হয়েছে। অনেকে হেঁটেই মাইলের পর মাইল পাড়ি দিয়েছেন। সবচেয়ে বেশি বিপদে পড়েছিলেন গুরুতর অসুস্থ রোগীর স্বজনরা। অনেক কষ্ট করে রোগীদের হাসপাতালে নিতে হয়েছে। এই পরিস্থিতি ছিল গত মঙ্গল ও বুধবার। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীতে বিএনপির পদযাত্রা কর্মসূচি ও একই দিনে ছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগও শান্তি ও উন্নয়ন সমাবেশ। পাল্টাপাল্টি এসব কর্মসূচিতে কার্যত অচল হয়ে যায় ঢাকা। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। এদিন সকাল সোয়া ১১টার দিকে আব্দুল্লাহপুর থেকে বিএনপির পদযাত্রা শুরু হয়। আব্দুল্লাহপুর থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপি পদযাত্রা শুরু করে। রামপুরা ব্রিজে পদযাত্রায় যুক্ত হয় মহানগর দক্ষিণ বিএনপি। পদযাত্রাটি বিমানবন্দর, কুড়িল, বিশ্বরোড হয়ে নতুনবাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, আবুল হোটেল, খিলগাঁও, বাসাবো, মুগদাপাড়া এবং সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হয়। অন্যদিকে, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশ এবং র্যালি রাজধানীর তেঁজগাও সাতরাস্তা মোড় থেকে মহাখালী বাসস্ট্যান্ড পর্যন্ত গিয়ে শেষ হয়। এসব কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। এরমধ্যে তেঁজগাও-বিমানবন্দর সড়কজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। অন্তত ১০ কিলোমিটার সড়ক জুড়ে ছড়ায় যানজট। যাত্রাবাড়ী থেকে রামপুরা-উত্তরা সড়কেও একই অবস্থা। শাহবাগ হয়ে প্রেস ক্লাব ও গুলিস্তানে যানজট সৃষ্টি হয়। এর আগে গত মঙ্গলবার সকাল ১১টার দিকে বিএনপির পদযাত্রা কর্মসূচি শুরু হয় গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে। এ কারণে ঢাকাণ্ডআরিচা মহাসড়কে গাবতলী থেকে সাভারের সালেহপুর সেতু এলাকা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পদযাত্রাটি মিরপুরে সরকারি বাঙলা কলেজের সামনে পৌঁছালে ধাওয়াধাওয়ির ঘটনা ঘটে। এ সময় এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এরপর পদযাত্রা মিরপুর ১০ নম্বরের গোলচত্বর, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, কারওয়ান বাজার, এফডিসি গেট, মগবাজার, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, মতিঝিল, ইত্তেফাক মোড়, দয়াগঞ্জ হয়ে রায়সাহেব বাজার মোড়ে পৌঁছায় সন্ধ্যা ৬টায়। পদযাত্রার সময় মূল পথে এবং আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। অন্যদিকে একই দিনে আওয়ামী লীগ শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার আয়োজন করে। এ উপলক্ষে বিকেল ৩টার দিকে নেতাকর্মীরা রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে জড়ো হন। এরপর মৎস্য ভবন থেকে শোভাযাত্রা বের করা হয়। সেটি শাহবাগ, এলিফ্যান্ট রোড হয়ে ধানমণ্ডির ৩২ নম্বরে গিয়ে শেষ হয়। এ সময়ও তীব্র যানজটের সৃষ্টি হয়। সব ঘটনাতে ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। সব দেশেই রাজনীতি আছে। সভা-সমাবেশ, প্রতিবাদ কর্মসূচি আছে। কিন্তু উন্নত বিশ্বে রাস্তা বন্ধ করে বা জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে মিছিল-সমাবেশ খুব কমই হয়। বাংলাদেশে নির্বাচন যত কাছে আসবে, এ ধরনের কর্মসূচি বাড়তেই থাকবে। আবার হরতাল-অবরোধের মতো কর্মসূচিও আসতে পারে। আমরা বিশ্বাস করি, জনগণের কল্যাণেই রাজনীতি পরিচালিত হয়। তাই কর্মসূচি প্রদানের সময় জনভোগান্তির বিষয়টি মাথায় রেখে দলগুলো সিদ্ধান্ত নেবে।