প্রাচীনকাল থেকে শুরু করে সাম্প্রতিক ইতিহাসেও বিশ্ববিদ্যালয়মাত্রই ছিল আবাসিক। অর্থাৎ সব শিক্ষার্থী ও শিক্ষকের আবাসন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই থাকবে। বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য শুধু শিক্ষার্থীদের জ্ঞানের পাঠ দেওয়া নয়; বরং জ্ঞানচর্চা করা, নতুন জ্ঞান সৃষ্টি করা। তাই শিক্ষক-শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিবিড় আদান-প্রদানের সুবিধার্থে এই আবাসিক ব্যবস্থা। কিন্তু বর্তমানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আবাসন সংকট নতুন কোনো বিষয় নয়। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের আবাসন সংকট চরম পর্যায়ে পৌঁছেছে। এসব বিদ্যাপীঠে পড়তে আসা বেশিরভাগ শিক্ষার্থীই আবাসন সুবিধা থেকে বঞ্চিত। আবার হল জীবনের স্বাদ না পেয়েই অনেককেই শেষ করতে হচ্ছে বিশ্ববিদ্যালয় জীবন। ছাত্র রাজনীতির অপসংস্কৃতির ফলে আবাসন নিয়ে রীতিমতো চলছে অরাজকতা। সিট বণ্টন নিয়ে কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের অভাবেই তৈরি হচ্ছে এই সংকট। দেশের সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের অধিকাংশ হল বা ছাত্রাবাসে চরম অরাজক পরিস্থিতি বিরাজ করছে। দীর্ঘদিন ধরে চলে আসা হল দখল বা নিয়ন্ত্রণের সংস্কৃতি বর্তমানে যেন আরও ভয়ংকর রূপ ধারণ করেছে। শিক্ষার্থীদের আবাসনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নানা আইন বা নীতিমালা থাকলেও তা কার্যকর করতে দেখা যায়না। আবার দেখা যায় হলগুলোতে আসনের চেয়ে প্রায় দ্বিগুণ শিক্ষার্থী সংযুক্ত করা হয়। এতে এসব শিক্ষার্থীর এক সিটে অনেককে ভাগাভাগি করে থাকতে হয়। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে প্রতিবছর ধারণক্ষমতার অধিক নবীন শিক্ষার্থীকে বরাদ্দ দেওয়ায় তাদেরকে হলের কমন রুম, রিডিং রুম, সংসদ রুম, ছোট ছোট গণরুম, নামাজের কক্ষ, সাইবার রুম প্রভৃতি স্থানে গাদাগাদি করে থাকতে হয়। এতে শিক্ষার্থীদের পড়ায় ব্যাঘাত ঘটে। আবার দেখা যায় ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নেতাকর্মীদের রুম দখল করার সংস্কৃতি আসন সংকটকে আরো বাড়িয়ে তুলে। ছাত্রত্ব শেষ হয়ে গেলেও তারা আসন ছাড়েন না। এক প্রতিবেদনে দেখা যায় দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২ লাখ ৯৭ হাজার ৯৫৭ জন শিক্ষার্থীর মধ্যে আবাসন সুবিধা রয়েছে মাত্র ৯৯ হাজার ৭২৩ জন শিক্ষার্থীর। শতকরা ৬৬ শতাংশ শিক্ষার্থীই আবাসন সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। তুলনায় কম হলেও বহু বিশ্ববিদ্যালয়েই শিক্ষকদের আবাসনেরও সংকট রয়েছে। অথচ আবাসন সংকটের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার। কারণ শিক্ষা কেবল শ্রেণীকক্ষের বিষয় নয়। শ্রেণীকক্ষের মতোই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্ত পরিসর আর মানসম্মত আবাসনের নিশ্চয়তাও সমান জরুরি। আবাসন সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়কে ভূমিকা রাখতে হবে এবং রাষ্ট্রকে আর্থিক বরাদ্দ নিশ্চিত করতে হবে। ক্যাম্পাসে ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের দখলদারিত্বের কারণে হলগুলোতে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। এর বিরুদ্ধে ছাত্রদের ভূমিকা রাখতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্বে আসীন হবেন। সংগত কারণেই তাদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্ভার ও মুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি।