বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নোয়াখালী আগমন উপলক্ষে শান্তি ও উন্নয়ন সমাবেশ সফল করার লক্ষ্যে সেনবাগে আলোচনাসভা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড.জামাল উদ্দিন আহমেদ এফসিএর বাড়ির আঙ্গিনায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সেনবাগ পৌরসভার সাবেক মেয়র আবু জাফর টিপুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক খন্দকার জহিরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. জামাল উদ্দিন আহমেদ এফসিএ।বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি শিহাব উদ্দিন শিহাব, সেনবাগ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরজ্জামান চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল আজিম মানিক,প্রকৌশলী শাখাওয়াত উল্লা, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুর মোর্শেদ আলম, শ্রমিকলীগ নেতা নুর নবী চিশতী,কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন ভূঁইয়া লিটন, মুক্তিযোদ্ধা সোলেমান বাহার, পৌরসভার যুবলীগ আহ্বায়ক দিদারুল আলম দিদার, নবীপুর ইউনিয়ন আওয়ামী নেতা আবুল বাশার মোল্লা যুবলীগ নেতা মাস্টার সুমন, ছাত্রলীগ নেতা আবু বক্কার ছিদ্দিক মিঠু, মিজানুর রহমান মিজান, নবীপুর নিজাম উদ্দিন,কাজী নুরনবী,সেনবাগ পৌরসভা ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারী মুজিবুর রহমান মামুন, ৪ নং কাদরা যুগ্ম আহ্বায়ক সামছুউদ্দিন মিঠু ,শাহনাজান, মহিলা নেত্রী, হাছিনা আক্তার প্রমূখ।
উল্লেখ্য আগামী ২২ জুলাই নোয়াখালীতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নোয়াখালী আগমন উপলক্ষে শান্তি ও উন্নয়ন সমাবেশ সফল করার লক্ষ্যে সবাইকে অংশগ্রহণ করার আহবান জানান।