মুন্সীগঞ্জের গজারিয়ায় ভবেরচর বাসস্ট্যান্ডের পাশ ঘেঁষে দীর্ঘদিন ধরে আঁধারে ফেলা হচ্ছে চিকিৎসাবর্জ্য। এসব বর্জ্যরে দুর্গন্ধে এ সড়ক দিয়ে নাকে রুমাল চেপেই যাতায়াত করতে হয়। ফলে সুস্থ মানুষও অসুস্থের পথে জানান পথচারীরা।
মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, ভবেরচর বাস স্ট্যান্ডে পাশে সড়কে ক্লিনিকে ব্যবহৃত সিরিঞ্জ, গজ, ব্যান্ডেজ, তুলা, স্পঞ্জ, ড্রেনেজ টিউব, রক্ত সঞ্চালনের ব্যাগ টিউব, রক্ত দ্বারা সংক্রমিত স্যালাইন সেট, জমাট বাঁধা রক্ত কাপড় চোপড় ময়লার ভাগাড়ে। সেখান থেকে কুকুর-বিড়াল ওই সব বর্জ্য নিয়ে যাচ্ছে খোলা যায়গায়। এ ছাড়া ওই সব বর্জ্যরে দুর্গন্ধে পথচারীরা নাকে রুমাল চেপেই যাতায়াত করছে।
ভবেরচর বাস স্ট্যান্ড সড়ক দিয়ে যাতায়াতকারী পথচারী সাইফুল ইসলাম জানান, প্রতিদিন এ সড়ক দিয়ে তিনি যাতায়াত করেন। বর্জ্যরে দুর্গন্ধের কারণে নাকে রুমাল চেপে চলাচল করতে হয়। সাধারণ মানুসের এমন দুর্ভোগেও সংশ্লিষ্টদের টনক নড়ে না।
আরেক পথচারী হেলাল মিয়া জানান, বর্জ্যরে স্তূপ থেকে যে দুর্গন্ধ বের হয় তাতে সুস্থ মানুষেরও অসুস্থ হওয়ার উপক্রম। সড়কে প্রতিনিয়ত এসব বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করে আসছে ক্লিনিক ব্যবসায়ীরা।
গজারিয়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন জানান, রাতের আঁধারে বিভিন্ন ক্লিনিকের বর্জ্য গাড়িতে করে ভবেরচর বাস স্ট্যান্ডের পাশে ফেলে রাখে যায়। একাধিকবার নিষেধ করা হলেও তারা বর্জ্য ফেলা বন্ধ করেনি। বর্জ্যরে গন্ধ পরিবেশের মারাত্মক ক্ষতি করছে বলেও তিনি জানান।
এ বিষয়ে পরিবেশ রক্ষা কমিটির গজারিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুম সরকার বলেন, গজারিয়ায় অধিকাংশ ক্লিনিক, ডায়গনিক সেন্টার ও হাসপাতাল গুলোর কার্যক্রম পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছে। সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকার কারণে হাসপাতালগুলোর বর্জ্যে দূষিত হচ্ছে এখানকার পরিবেশ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুবাশ্বির বিনতে আলম জানান, ক্লিনিক মালিকদের একাধিক বার বলা হয়েছে বর্জ্য খোলা যায়গায় না ফেলানোর জন্য। কারা বর্জ্য ফেলছে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। দুষিত পরিবেশ থেকে গজারিয়াকে রক্ষা করা হবে।