সিরাজগঞ্জের রায়গঞ্জে যোদ্ধাহত মুক্তিযোদ্ধাকে মারপিট ও প্রাণনাশের হুমকী দেওয়ার ঘটনায় থানায় ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানাযায়, গত মঙ্গলবার সকালে আটঘরিয়া গ্রামের যোদ্ধাহত মুক্তিযোদ্ধা গাজী আবদুল হাই (৭০) নিজ বাড়ীর আঙ্গীনায় কিছু সবজি ও ফল চারা রোপন করেছেন। প্রতিবেশি আসামি মৃত বাউল সেখের পুত্র মোঃ বজলু সেখ (৫৫) তার গরু দিয়ে প্রতিদিনের ন্যায় তসরুপ করার প্রতিবাদ করলে বজলু গং তাকে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। একপর্যায়ে কাঠের বাটাম দিয়ে পিটিয়ে শ্বাসরোধ করে মাটিতে ফেলে দেয়। পরিবারের সদস্যদের মেরে লাশ গুম করার ও বাড়ীঘর পুড়িয়ে দেওয়ার হুমকী-ধামকী দিয়ে চলে যায়। তিনি সাংবাদিকদের ভারাকান্ত হৃদয়ে জানান, এই জন্যই কি আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করে ছিলাম বিনিময় মার খাওয়ার জন্য। এ ব্যাপারে গ্রামে একাধিক বার শালিস দরবার হলেও বিবাদীগণ ক্ষেন্ত না হয়ে এ ঘটনা ঘটায়। ঘটনায় ৫ জনকে আসামি করে ১৯ শে জুলাই রায়গঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম অভিযোগ প্রাপ্তি বিষয় স্বীকার করে জানান, এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তদন্ত পূর্বক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা কামান্ডের সাবেক কামন্ডার গাজী রেজাউল করিম তালুকদার ও সন্তান কামান্ডের সভাপতি কে.এম রফিকুল ইসলাম এ ঘটনার তিব্র নিন্দা এবং আসামীদের গ্রেপ্তারের দাবি জানান।