নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোতে খেলাপি ঋণের পরিমাণ দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে এবং কিছুতেই এর লাগাম টেনে ধরা যাচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের এ-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনের তথ্য বলছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে ৩৫ আর্থিক প্রতিষ্ঠানের ২৬টিতেই খেলাপি ঋণ বেড়েছে। এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৭ হাজার ৮৫৫ কোটি টাকা। ছয়টি প্রতিষ্ঠানের প্রায় দেউলিয়া অবস্থা, যেগুলোর খেলাপির হার ৮০ থেকে ৯৯.৬২ শতাংশ। সঙ্গত কারণেই এসব প্রতিষ্ঠান চালু রাখা নিয়েই প্রশ্ন উঠেছে। আমরা জানি, খেলাপির কারণে প্রভিশন খাতে আটকে যায় বিপুল অঙ্কের টাকা। ওই টাকা থেকে কোনো আয় হয় না। বেড়ে যায় অকার্যকর ঋণ। খেলাপি ঋণ বৃদ্ধি পাওয়ার একটি কারণ দুর্নীতি। আর্থিক প্রতিষ্ঠানগুলোর দুর্নীতি-জালিয়াতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমানতকারীরা। অনেক প্রতিষ্ঠান আমানত ফেরত দিতে না পারায় গ্রাহকদের আস্থা হারাচ্ছে। ঋণগ্রহীতারাও চাহিদামতো ঋণ বা লিজ না পেয়ে ব্যবসা গুটিয়ে অন্যত্র নিয়ে যাচ্ছেন। সব মিলে অর্থনীতিতে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান খাতের অবদান কমে যাচ্ছে। এটি দেশের অর্থনীতির জন্য একটি অশনিসংকেত। নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো মূলত ব্যাংক থেকে টাকা ধার করে চলে। এসব প্রতিষ্ঠানের মধ্যে কয়েকটি মাত্র গ্রাহকদের আস্থা অটুট রাখতে সক্ষম হয়েছে। বাকিদের অবস্থা নড়বড়ে। এর কারণ নিবিড়ভাবে পরিদর্শন ও পর্যালোচনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। একইসঙ্গে গ্রাহকদের আমানত ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করা উচিত। মানুষ সঞ্চয় করে মূলত লাভের আশায়। সরকার অনুমোদিত নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো এ ক্ষেত্রে ব্যর্থ হলে তাদের প্রতি মানুষের আস্থা শূন্যের কোঠায় নেমে আসবে; একইসঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি হবে ক্ষতিগ্রস্ত। খেলাপি ঋণের সংস্কৃতি অর্থনীতির এক দুষ্ট ক্ষত। এ ঋণের বড় অংশই ইচ্ছাকৃত। উদ্বেগের বিষয় হলো, ইচ্ছাকৃত খেলাপিদের টাকা আদায়ে আইনি সহায়তা পাওয়া যায় না। তাই অধিকতর যাচাই-বাছাই করে ঋণ দেওয়া উচিত বলে মনে করি আমরা। সেই সঙ্গে খেলাপি ঋণ আদায়ে আরও বেশি কঠোর হওয়া প্রয়োজন। নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা ফেরাতে হলে এসব প্রতিষ্ঠানে দুর্নীতি রোধ করে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে।