নিরাপদ ও সম্মানজনক মাতৃস্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যে অবকাঠামো ও লোকবল দরকার, তা আমাদের দেশে নেই। এখনো প্রায় অর্ধেক মা অপ্রশিক্ষিত ধাত্রীর সহায়তায় সন্তান প্রসব করেন, যা মা ও নবজাতক উভয়ের জন্য ঝুঁকিপূর্ণ। সন্তান প্রসবের জন্য যে সুরক্ষা গোপনীয়তা দরকার, তা সরকারি-বেসরকারি অনেক হাসপাতালেই নেই। মাতৃস্বাস্থ্যসেবা নিরাপদ ও সম্মানজনক হওয়া দরকার। যাঁরা জেলা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকে সন্তান প্রসব করেন, সেখানেও প্রশিক্ষিত মিডওয়াইফ থাকেন না। এমনকি বড় বড় হাসপাতালেও মিডওয়াইফের ঘাটতি রয়েছে এবং অনেক বেসরকারি হাসপাতাল অধিক মুনাফা অর্জনের জন্য অপ্রয়োজনে অস্ত্রোপচার করে থাকে। তবে প্রসবের জন্য যে নির্দিষ্ট চিকিৎসাবিধি (প্রটোকল) রয়েছে। সে চিকিৎসাবিধি মানলে দেশে অস্ত্রোপচারে শিশুর জন্ম কমানো সম্ভব। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) তথ্য অনুযায়ী বাংলাদেশে মাতৃমৃত্যুর হার কমেছে-এটা স্বস্তির কথা হলেও লক্ষ্যমাত্রা থেকে আমরা অনেক পিছিয়ে আছি। মাতৃমৃত্যুর হার প্রতি লাখে ১২৩ জন। এর কারণ যোগাযোগব্যবস্থার অপ্রতুল ও দারিদ্র্য। দরিদ্র পরিবারের মায়েরা যে প্রসবপূর্ব সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, তা-ই নয়, সন্তান গর্ভে থাকার সময় তাঁরা পুষ্টিকর খাবারও পাঁচ্ছেন না। গর্ভধারণকালে কোনো জটিলতা দেখা দিলে মা ও সন্তানের স্বাস্থ্যও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাই মাতৃস্বাস্থ্যসেবায় সরকারি বাজেট বাড়ানোসহ, সর্বস্তরে মাতৃস্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর তত্ত্বাবধানের প্রক্রিয়া জোরদার করা এবং প্রশিক্ষিত মিডওয়াইফ তৈরি, অন্তঃসত্ত্বা মায়ের রেজিস্ট্রেশন, গর্ভকালীন সেবা ও ভাতার ব্যবস্থার ওপর জোর দেওয়া প্রয়োজন। সেজন্য সরকারের এসব পরামর্শ আমলে নেয়াটা অত্যন্ত জরুরি। নিরাপদ মাতৃত্ব হচ্ছে এমন একটি পরিবেশ বা অবস্থা সৃষ্টি করা যাতে একজন নারী তার সন্তান ধারণ করার পর গর্ভ ও প্রসব-সংক্রান্ত জটিলতা ও মৃত্যু থেকে রক্ষা পাওয়ার জন্য প্রয়োজনীয় সব সেবা নিশ্চিতভাবে পেতে পারে। নিরাপদ মাতৃস্বাস্থ্য, মাতৃমৃত্যু হার হ্রাস ও নবজাতকের স্বাস্থ্য নিশ্চিত করতে হবে। পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে নিরাপদ মাতৃত্ব ও প্রজননস্বাস্থ্য বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও তথ্য অবগত করার উদ্যোগ নেওয়া হলে নিরাপদ মাতৃত্বের ক্ষেত্রে আরও সাফল্য আসবে।