কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার ১ দফা দাবিতে মাদারীপুরে জেলা বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০’টায় মাদারীপুর জজকোর্ট এলাকা থেকে পদযাত্রাটি শুরু হয়ে মাদারীপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুলপদ্দি চৌরাস্তায় গিয়ে শেষ হওয়ার পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই পদযাত্রা ও সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক, তৃণমূল বিএনপির হৃদয়ের স্পন্দন ও কেন্দ্রীয় বিএনপি নেতা আনিসুর রহমান তালুকদার খোকন।
মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. জাফর আলী মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব জাহান্দার আলী জাহান এর পরিচালনায় অনুষ্ঠিত পদযাত্রায় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ মিজানুর রহমান মুরাদ, বাবুল হাওলাদার, মাদারীপুর পৌর বিএনপির সভাপতি এ্যাড. শরীফ মো: সাইফুল কবীর, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব হোসেন মুন্সি, রাজৈর উপজেলা বিএনপির সভাপতি আঃ ওহাব মিয়া, সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবু, শিবচর উপজেলা বিএনপি নেত্রী নাদিয়া মিঠু চৌধুরী, ডাসার উপজেলা বিএনপি নেতা মোঃ আলাউদ্দিন মাষ্টার, আব্দুল মান্নান, জেলা যুবদলের সাবেক সভাপতি মোফাজ্জেল হোসেন খান মফা, বিএনপি নেতা রফিকুল ইসলাম মাতুব্বর, জেলা যুবদলের আহ্বায়ক মোঃ ফারুক বেপারী, যুগ্ম-আহবায়ক মোঃ মামুন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শাহাদাত হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান চৌকিদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সেলিম মুন্সি, কেন্দ্রীয় ছাত্রদল নেতা মিহির বিশ্বাস, রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব মোঃ কামরুল হাসান, জেলা বিএনপির সদস্য ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গাউছ-উর রহমান প্রমুখ।
উক্ত পদযাত্রায় মাদারীপুর জেলা, সদর উপজেলা, কালকিনি উপজেলা, শিবচর উপজেলা, রাজৈর উপজেলা ও ডাসার উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।