দেশের মানবাধিকার ক্রমাগত অবনতি হয়েছে। নির্বাচন নিয়ে কূটনৈতিক তৎপরতার মধ্যে রাজনীতিতে বইছে ঝড়ো হাওয়া। বাংলাদেশে ধর্ম নিয়ে দেশের মানুষের মধ্যে কখনো চরম ভাব দেখা যায়নি। তারপরও নিজেদের মধ্যে পর্বত প্রমাণ বিভেদ তৈরি করা হয়েছে ধর্ম বর্ণের সুযোগ নিয়ে। কেননা যেকোনো মূল্যে ক্ষমতায় থাকতে এমন মানসিকতা থেকে এই বিভেদের রাজনীতিকে উসকে দেয়া হয়েছে। ফলে আজ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি প্রান্তিক অবস্থানে পৌঁছেছে। বর্তমানে আমরা ছাত্ররাজনীতি নামে যে শব্দটা ব্যবহার করছি, এটা তো এখন আর ছাত্ররাজনীতি না। চলছে ছাত্ররাজনীতির নামে অত্যাচার, নিপীড়নমূলক আধিপত্য। আমরা এ ধরনের রাজনীতি দেখতে চাই না। যে রাজনীতি নামে দেশের জনগনদের ওপর জুলুম, অন্যায়, অবিচার করা হয়।
নিজেদের সংকটের সমাধান নিজেদের করাটাই সবচেয়ে ভালো। সেজন্য সরকারি দলের মানসিকতা এবং বিরোধী দলগুলোর মানসিকতা, ধেন-ধারনার পরিবর্তন আনাটা সবার আগে প্রয়োজন। এ ধরনের মানসিকতা দুঃখজনক। রাজনৈতিক বিরোধিতা শত্রুতা নয়। যে দলই ক্ষমতায় আসুক না কেনো, দেশ ও জনগনের উন্নয়ন, সেবা সবার আগে। সেটি প্রত্যেক দলকেই মাথায় রাখতে হবে। তাহলেই এ অবস্থার পরিবর্তন সম্ভব। যদিও বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপির পাল্টাপাল্টি ক্ষমতায় আসার দীর্ঘ ইতিহাস রয়েছে। তারপরেও রাজনৈতিক অস্থিরতা এবং সহিংস পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে ভালো করছে। সামনে অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাংলাদেশ সামাজিক উন্ননের ক্ষেত্রে ভালো অগ্রগতি অর্জন করেছে।
হঠাৎ দু’পক্ষের রাজনীতিতে উত্তাপ ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে তীব্র কৌতূহল, উদ্বেগ, উৎকণ্ঠা। নির্বাচন ঘিরে রাজনীতির সংকট ঘনীভূত হচ্ছে। দেশে কূটনীতি ও রাজনীতিতে ঝড় শুরু হয়েছে। তবে এই ঝড়ের শেষ কোথায় তা বলা মুসকিল, আওয়ামী লীগ ও বিএনপির শক্তি প্রদর্শন চলছে। ফলে ঢাকার রাজপথে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ছে। সংকট আরও ঘনীভূত হচ্ছে। যে সংঘাতের মাধ্যমে কোনো সমাধান আসে না। বরং সংঘাত গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নতিকে ব্যাহত করবে। তাই উভয়পক্ষকে রাজনৈতিক সমাধান কীভাবে হবে সেদিকে মনোযোগী হতে হবে। রাজনৈতিক সদিচ্ছা নিয়ে সংলাপ করতে হবে। নির্বাচনে কোনো সহিসংতা যাতে না হয় সে ব্যাপারেও সচেতন হতে হবে। আমরা চাই, অবসান হোক সকল সংঘাত বৈরিতার।