এবারে ঈদের আগে ও পরে ভিবিন্ন সড়কেই বাসে যাত্রীদের কাছ থেকে টিকিটপ্রতি আদায় করা হচ্ছে অতিরিক্ত টাকা।মানা হচ্ছে না সরকার নির্ধারিত ভাড়ার তালিকা। অথচ যাত্রীদের ভোগান্তি যেন দেখার কেউ নেই। বাধ্য হয়েই তাদের দিতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। পদ্মা সেতু হওয়ায় দক্ষিণবঙ্গের মানুষের যাতায়াতের ভোগান্তি দূর হলেওসেতুর টোল ও জ্বালানির তেলের মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন অজুহাতে বাসমালিকেরা অতিরিক্ত ভাড়া নির্ধারণ করেন। এছাড়াও বগুড়া-ঢাকা রুটের বাসে নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। তবে বাস মালিক সমিতির কাছে জানতে চাইলে তারা জানান, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা হয়েছে। কিন্তু টিকিট কাউন্টার থেকে বলা হচ্ছে কবে নাগাদ ভাড়া কমানো হবে সে বিষয়ে তারা কোনো নির্দেশনা পায়নি। আর জেলা প্রশাসন বলছে অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে যাত্রীদের পক্ষ থেকে অভিযোগ করা হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাড়তি ভাড়ার বিষয়ে অভিযোগ থাকলেও বাধ্য হয়েই তা গুনতে হচ্ছে যাত্রীদের। যাত্রীরা বলছেন, কিছু করার নেই, এরা যা চায় তাই তো দিতে হবে। চট্টগ্রাম থেকে ভোলা, লক্ষীপুর, নোয়াখালীসহ উত্তরবঙ্গের পথে যাত্রীপ্রতি দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে। এ ছাড়া ঢাকা থেকে ফেনীর যাত্রীদের চট্টগ্রামের ভাড়া, ঢাকা থেকে সাতকানিয়া বা আমিরাবাদের যাত্রীদের কক্সবাজারের ভাড়া গুনতে হচ্ছে। ঠিক তেমনি ঢাকা থেকে বগুড়ার যাত্রীদের যশোরের ভাড়া বা সাতক্ষীরার ভাড়া গুনতে হচ্ছে। এভাবে স্বল্প দূরত্বের যাত্রীদের বেশি দূরত্বের ভাড়া গুনতে হচ্ছে। তাই কূটকৌশলের ফাঁদে ফেলে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে প্রশাসনকে কঠোর হতে হবে।
প্রশাসনের প্রতি অভিযোগ রয়েছে, এই জুলুম ভাড়া নৈরাজ্য চললেও অভিযুক্তদের বিরুদ্ধে তাদের তেমন কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। তবে অনতিবিলম্বে এই ভাড়া নৈরাজ্য বন্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিআরটিএ, জেলা প্রশাসনের ভ্রামমাণ আদালতের তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছে সংগঠনটি। সড়ক পরিবহন আইনে বলা হচ্ছে, অতিরিক্ত ভাড়া আদায় প্রমাণ হলে ১০ হাজার টাকা জরিমানা করা হবে। কিন্তু এই আইনের প্রয়োগ নেই। তাই বাস মালিক সমিতির কাছে সকলের দাবী, বাসের এই অতিরিক্ত ভাড়া আদায় যেন বন্ধ করা হয়। এ ছাড়া প্রশাসনকে প্রতিটি বাস কাউন্টারে গিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি তদারক করার আহ্বান করছি এবং যদি কোনো পরিবহনসেবা পাওয়ার জন্য যাত্রীদের অতিরিক্ত টাকা গুনতে হয়, তাহলে সে পরিবহনমালিকদের প্রতি আইনানুগ ব্যবস্থা নিতে হবে।