মিয়ানমার থেকে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে বেড়ে ওঠা সন্ত্রাসী চক্রের তৎপরতা দিন দিন বেড়েই চলেছে। ক্যাম্পগুলোতে রোহিঙ্গাদের কর্মসংস্থানের সুযোগ খুবই সীমিত। তাদের বেশির ভাগ সদস্যই বেকার, ক্যাম্পের মধ্যে তাদের জন্য কোনো কাজ নেই। অনেকের ওপর সংসার চালানোর দায়িত্ব রয়েছে। তাই খাদ্য ও অন্যান্য জরুরি প্রয়োজন মেটাতে রোহিঙ্গারা মানবিক সহায়তার ওপর পুরোপুরি নির্ভরশীল। বর্তমানে তাদের খাদ্য সহায়তা কমে যাওয়াতে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পরিবারগুলো বিপজ্জনক পথ বেছে নিচ্ছে। প্রায়ই নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ছে এবং সময় যত গড়াচ্ছে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে অপরাধপ্রবণতাও তত বাড়ছে। সামান্য ঘটনা থেকে ভয়াবহ সংঘর্ষে জড়াচ্ছে।
আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, পূর্ব-শত্রুতার জের, মাদক, অস্ত্র ও মানব পাঁচারের জন্য অভয়ারণ্য হয়ে উঠেছে রোহিঙ্গা ক্যাম্পগুলো। ওরা ভয়ংকর, তুচ্ছ ঘটনায় এক পক্ষ অন্য পক্ষকে খুন করতে দ্বিধা করে না। কোনো কিছুতেই থামানো যাচ্ছে না হত্যাকাণ্ড। তাদের মধ্যে মাদক, চাঁদাবাজি, অপহরণ ও চোরাচালান নিয়ন্ত্রণ নিয়ে প্রায়ই ঘটছে খুনোখুনি। অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনায় সাধারণ মানুষও আতঙ্কিত। মুক্তিপণ দিয়েও স্বজনদের বাঁচাতে না পারার একাধিক নজির রয়েছে। ক্যাম্পের বাসিন্দারা জানিয়েছেন, আর্থিক সুবিধা দিয়ে মিয়ানমারভিত্তিক সশস্ত্র গোষ্ঠীর কমান্ডারদের সঙ্গে অলিখিত চুক্তির মাধ্যমে দেশে নেশাদ্রব্যের পাশাপাশি চোরাইপণ্য আনছে মাদক ও চোরাকারবারিরা।
অভিযোগ রয়েছে, মিয়ানমারের সঙ্গে গোপন সমঝোতায় সন্ত্রাসী সংগঠনের ২ হাজারের বেশি সদস্য অপতৎপরতায় জড়িত। আরসা এবং সমমনা সন্ত্রাসী সংগঠনগুলো মিয়ানমার সরকারের মতলব পূরণে কাজ করছে। রোহিঙ্গারা যাতে স্বদেশে ফিরে না যায় এটাই তাদের লক্ষ্য। তবে আশা করছি, সরকার এর অতি দ্রুত রোহিঙ্গাদের ফেরার ব্যবস্থা করবেণ। অথবা রোহিঙ্গারা যতদিন ফিরে না যাচ্ছে, ততদিন ওই সব ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ নজর দেবে প্রশাসন এবং রোহিঙ্গাদের অপরাধ দমনে ক্যাম্পে সাঁড়াশি অভিযান পরিচালনা করে, তাদের হাতে থাকা ভারী অস্ত্রগুলো যাতে শীঘ্রই উদ্ধার করা হয় তার জন্য তড়িৎ ব্যবস্থা নেয়া অত্যন্ত জরুরি। এখনি ক্যাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যতে ভয়াবহ রূপ নিতে পারে।