নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউপিরকৃতি সন্তান আমিরুল ইসলাম স্বপন লন্ডন বরো অফ এনফিল্ড কনস্টিটিয়েন্সির ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে ঢাকাস্থ সেনবাগ পেশাজীবি পরিষদ।
শনিবার সন্ধ্যায় সেনবাগ উপজেলা অডিটোরিয়ামে সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলালের সভাপতিত্বে ও প্রভাষক আবু নাঈমের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, এস এ গ্রুপের কো-অর্ডিনেটর, ঢাকাস্থ সেনবাগ পেশাজীবি পরিষদের সভাপতি হাসান মঞ্জুর। বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ সেনবাগ পেশাজীবি পরিষদের সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল হালিম, সাপ্তাহিক পরিচয় পত্রিকার সম্পাদক ড.শিব প্রসাদ শূর, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড.আবদুল কাইয়ুম মাসুদ, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন সেনবাগের সভাপতি মো: জাহাঙ্গীর আলম, সেনবাগ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফখরুদ্দিন মোবারক শাহ রিপন, এন এস গ্রুপের চেয়ারম্যান নিজাম উদ্দিন, লন্ডন প্রবাসী বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আবু আব্বাস চৌধুরী, সেনবাগ বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি নুরুল হুদা শাহজাহান, অ্যাডভোকেট আজিজুর রহমান মিশু, জহিরুল ইসলাম বাবর, ফাইজান হাসান প্রমূখ। সংবর্ধনা শেষে রাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।