কচুয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামে›ন্ট -২০২৩ এর ১ম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩টা ৩০মিনিটে কচুয়া সরকারি সিএসপাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোলকাপ ফুটবল টুর্নামেন্ট এর সেমিফাইনাল খেলায় বাধাল ইউনিয়ন ফুটবল একাদশ ৩-১ গোলে মঘিয়া ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন জীবন কৃষ্ণ দাস, শুকুমার মন্ডল ও পবিত্র কুমার দাস।
খেলায় উদ্বোধক ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়াসংস্থার সভাপতি মোছাঃ তাছমিনা খাতুন। কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থতার সেক্রেটারী ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে¡ অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার। কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থতার সেক্রেটারী ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়াসংস্থার সভাপতি মোছাঃ তাছমিনা খাতুন,কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম। খেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারী ও যুগ্ম সাধারন সম্পাদক আওয়ামী লীগ শিকদার কামরুল হাসান কচি,কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ,মঘিয়া ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড: পঙ্কজ কান্তি অধিকারী, যুবলীগ নেতা সুজন দিদার,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কচুয়া উপজেলা শাখার সভাপতি মীর আওসাফুর রহমান মারুফ, ক্রীড়া সংস্থার সদস্য আমিন হাজরা, জিয়াউল হক পল্লব, তানিয়া আক্তার,সেখ বাবুল হোসেনসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যন,ইউপি সদস্য,মহিলা সদস্যবৃন্দ।