ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামেন তৃতীয় মৃত্যু বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে দৈনিক যুগান্তরের সরাইল প্রতিনিধি মো. মুরাদ খান এর উদ্যোগে সরাইলের কাটানিশার বাজার সংলগ্ন মুরাদ খান গণ পাঠাগারের হলরোমে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
হাফেজ মাওলানা মোখতার হোসাইনের কোরআন তেলাওয়াত ও দৈনিক যুগান্তর পত্রিকার সরাইল প্রতিনিধি মো. মুরাদ খানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার সরাইল প্রতিনিধি প্রভাষক মোহাম্মদ মাহবুব খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাবেক সাংসদ অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা।
সরাইল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও বিজয় টিভির সরাইল প্রতিনিধি মোহাম্মদ মাসুদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সরাইল উপজেলা কৃষক লীগের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর আহমেদ, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন।
বক্তব্য রাখেন সরাইল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি শামছুল আরেফিন, সাবেক সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম দুলাল, কালিকচ্ছ পাঠশালা উচ্চবিদ্যালয়ের সহকারি শিক্ষক মারুফ হোসেন, ইউপি সদস্য মো. ফারুক মিয়া, বছিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক নুরুল ইসলাম, সাংবাদিক আক্তার হোসেন, যুবলীগ নেতা গিয়াস উদ্দিন প্রমূখ।
এসময় প্রধান অতিথি সাবেক সাংসদ জিয়াউল হক মৃধা বলেন, ১৯৭৪ সালে ওঁর হাতেই প্রতিষ্ঠা হয় বিশ্বমানের এই যমুনা গ্রুপ। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের কর্মসংস্থান তৈরিতে নুরুল ইসলাম একজন আধুনিক চিন্তার সাহসী উদ্যোক্তা ছিলেন। স্বাধীন বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতের উজ্জ্বল মুখ ছিলেন তিনি। এদেশের লক্ষ লক্ষ বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তিনি। আজ এই মহাপুরুষ যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৩য় মৃত্যুবার্ষিকী। এইদিনে আমরা তার রুহের মাগফিরাত কামনা করি।