মাগুরায় আগামীকাল শুক্রবার প্রথমবারের মতো বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আনুষ্ঠানিক সম্মেলন হতে চলেছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে মাগুরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সম্মেলনের প্রস্তুতিনিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক রিয়াজুল হাসান ও সদস্য সচিব জামির হোসেন। শুক্রবার বেলা ৩ টায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিলনায়তনে সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, উদ্বোধন করবেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, প্রধান বক্তা থাকবেন এ কে এম আফজালুর রহমান বাবু ও কেন্দ্রীয় অতিথিবৃন্দ। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সিনিয়র সাংবাদিক সাইদুর রহমানসহ অন্যরা।
আয়োজকরা জানান- ২৮৭ জন প্রতিনিধি ও সহস্রাধিক পর্যবেক্ষক সহ এ সম্মেলন উপলক্ষে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। ইতোমধ্যে মাগুরা জেলা আহ্বায়ক কমিটি ১১০০০ সদস্য সংগ্রহের মধ্য দিয়ে দেশের অন্যতম সদস্য সংগ্রহকারী জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে।