বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট শিল্পপতি যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলামের ৩য় মৃত্যু বার্ষিকী রায়গঞ্জে পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে রায়গঞ্জ প্রেসক্লাব হল রুমে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি সহকারী অধ্যাপক জাকির হোসেন। দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি হাসানুজ্জামান সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, রায়গঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য আতিক মাহমুদ আকাশ, প্রবীণ সংবাদকর্মী রায়গঞ্জ প্রেসক্লাবের সম্মানিত সদস্য স,ম আবদুস সাত্তার, আশরাফ আলী, রায়গঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন, আওয়ামী লীগের স্থানীয় নেতা আবদুর রউফ, সংবাদ কর্মী সুদেব কুমার প্রমুখ। এ সময় মরহুম বীর মুক্তযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম হাফেজ মোহাম্মদ শাহিন আলম।