রংপুরে নতুন জেলা প্রশাসক হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোবাশ্বের হাসানকে পদায়ন করা হয়েছে। সোমবার (১০ জুলাই) জেলা প্রশাসক পদে নিয়োগ দিয়ে এ আদেশ জারি করেন জনপ্রশাসন মন্ত্রণালয়। পদায়নকৃত নতুন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের রংপুর জেলা প্রশাসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন এবং রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনারের একান্ত সচিব হিসেবেও কর্মরত ছিলেন। মোহাম্মদ মোবাশ্বের হাসান মুন্সীগঞ্জ জেলার বাসিন্দা এবং তিনি ২৭ তম বিসিএস এর মাধ্যমে প্রশাসন ক্যাডারে যুক্ত হন। এদিকে মঙ্গলবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।