“পরিসংখ্যান ব্যবহার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন” স্লোগানে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় মাধ্যমিক স্তরের স্কুল-মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের আয়োজনে পরিষদ সভাকক্ষে স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু ৫ শত ৩ জন ছাত্র-ছাত্রীদের মাঝে ট্যাব বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে সংসদ সদস্য আলহাজ¦ কাজিম উদ্দিন আহমেদ ধনু বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ত নিয়ে আলোচনা করেন।
বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ মাকসুদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ বক্তৃতা করেন।