রংপুরের তারাগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো'র জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাবলেট বিতরণ করা হয়েছে। উপজেলার ১৫ টি উচ্চমাধ্যমিকবিদ্যালয়ের ৯ম ও ১০ শ্রেণির ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ৯০ জন শিক্ষার্থীকে একটি করে ট্যাবলেট দেওয়া হয়েছে।
সোমবার (১০ জুলাই) দুপুরে তারাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের আয়োজনে ওই ট্যাবলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদা সুলতানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তাফিজার রহমান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।