সিরিয়ায় মার্কিন ড্রোন হামলায় ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের এক নেতা নিহত হয়েছে। গত রোববার মার্কিন কেন্দ্রীয় কমান্ড এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আই। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবারের হামলায় পূর্ব সিরিয়ার আইএস নেতা ওসামা আল-মুহাজেরের মৃত্যু হয়েছে। সেন্টকম এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সেন্টকম প্রধান জেনারেল মাইকেল কুরিলা বলেন, ‘আমরা এ অঞ্চলকে আইএসআইএস থেকে মুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি বলেন, ‘আইএসআইএস এখন শুধু এ দেশের জন্য নয়, বাইরের অঞ্চলের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে।’ সেন্টকমের মতে, অভিযানে কোনো বেসামরিক লোক নিহত হয়নি। তবে জোট বাহিনী ‘বেসামরিক লোক আহত হওয়ার প্রতিবেদনের মূল্যায়ন করছে।’ সেন্টকম বলেছেন, ‘এই এমকিউ ৯এস (ড্রোন) দ্বারাই গত শুক্রবারের অভিযানটি পরিচালিত হয়েছিল। তবে সেটি প্রায় দুই ঘণ্টা ধরে চলা একটি এনকাউন্টারে রাশিয়ান বিমান দ্বারা হয়রানির শিকার হয়েছিল।’ একজন মার্কিন কমান্ডার বলেছিলেন, সিরিয়ায় আইএস-এর বিরুদ্ধে অভিযানে অংশ নেয়া মার্কিন ড্রোনগুলো বৃহস্পতিবার রাশিয়ার সামরিক বিমান দ্বারা ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বারের মতো হয়রানি হয়েছিল। বিমানবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল অ্যালেক্সাস গ্রাইঙ্কুইচ বলেছেন, বিমানগুলো ড্রোনের সামনে অগ্নিশিখা ফেলেছিল এবং বিপজ্জনকভাবে কাছাকাছি উড়েছিল। এতে সংশ্লিষ্ট সকল বিমানের নিরাপত্তা বিপন্ন হয়। গ্রিঙ্কুইচ বলেছেন, বুধবার অন্য একটি ঘটনায়, তিনটি রাশিয়ান জেট মার্কিন ড্রোনের সামনে প্যারাসুট শিখা ফেলে তাদের এড়িয়ে যেতে বাধ্য করেছিল। তিনি মস্কোকে এই বেপরোয়া আচরণ বন্ধ করার আহ্বান জানান। রাশিয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রধান মিত্র।মস্কোর পাশাপাশি ইরানের সমর্থনে আসাদ সিরিয়ার সক্সঘাতের প্রাথমিক পর্যায়ে হারানো অনেক জায়গা ফিরে পেয়েছে। সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিরোধীদের হাতে এখনো রয়েছে উত্তরের বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশের বিশাল অংশ। আইএসের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে সিরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় এক হাজার সৈন্য মোতায়েন রয়েছে। তারা ২০১৯ সালে সিরিয়ায় পরাজিত হয়েছিল। কিন্তু এখনো প্রত্যন্ত মরু অঞ্চলে গোপন আস্তানায় থেকে ঘন ঘন আক্রমণ পরিচালনা করে। সূত্র : মিডল ইস্ট আই