ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশের ৬ ঘন্টা অভিযানে অপহৃত তরিকুল ইসলাম ফরিদ (১৫) নামের এক কিশোরকে উদ্ধার করা হয়েছে। সে উপজেলার রসুলপুর ইউনিয়নের সান্দিয়ান গ্রামের চাঁন মিয়ার ছেলে।
গত রোববার দুপুরে দিকে গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ এর নির্দেশনায় পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে যশরা গ্রামের বাগিলা বিল এলাকা থেকে অপহৃত কিশোরকে উদ্ধার করে। এ ঘটনায় সাথে জড়িত থাকায় অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো-উপজেলার খোদাবক্সপুর গ্রামের মৃত ইসমাইল সরকার ওরফে নাককাটা ইসমাঈলের ছেলে মোঃ আনোয়ার হোসেন ওরফে আনাল (৩০), নাওটানা উত্তর পাড়া গ্রামের মোঃ সূর্যত আলীর ছেলে রাজিব ওরফে টুকাই রাজিব (২৫), রসুলপুর গ্রামের মৃত দুলাল উদ্দিনের ছেলে তামিম (২১) ও একই গ্রামের মোঃ আজিজুল আকন্দের ছেলে শাহীন (২১)। পরে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।
মামলায় তদন্তকারী অফিসার এসআই মোঃ ইয়াকুব আলী জানায়, অপহরণকারী চক্রটি কিশোর ফরিদকে শিবগঞ্জ বাজার থেকে রোববার সকালে কৌশলে গাড়ীযোগে অপহরণ করে নিয়ে অন্যত্র আটকে রেখে মারধর করে এবং ভয়ভীতি ও হুমকি প্রদান করেছিল। তারপর থেকে কিশোর ফরিদের পরিবারের কাছে অপহরণকারীরা বিকাশে ৪০ হাজার টাকা চাঁদা দাবি করে। নয়তো মেরে ফেলার হুমকি দেয়।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, অপহরণের পর বিকাশে চাঁদা দাবি বিষয়টি অপহৃতের পরিবার থানা পুলিশকে জানায়। পরে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে পুলিশ অপহরণকারীদের অবস্থান সম্পর্কে জানতে পেয়ে প্রায় ৬ ঘণ্টা শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে কিশোর ফরিদকে চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করলেও অপহরণকারী পালিয়ে যায়। পরবর্তীতে এ অপহরণের সাথে জড়িত থাকায় অভিযোগে মোট ৪জনকে গ্রেপ্তার করে সোমবার (১০ জুলাই) সকালে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।