গলাচিপা পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে পৌর মেয়র আহসানুল হক তুহিন পৌরসভার রাজস্ব ও উন্নয়ন খাতে সর্বমোট ৭০ কোটি ৬৮ লাখ ৯৯ হাজার ৩৬৪ টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন, উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মো. মোর্শেদ তোহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন, গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েণ প্রমুখ।
এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও গলাচিপা বণিক সমিতির সভাপতি হাজী মো. শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা, এবং পৌর এলাকার বিভিন্ন স্তরের নাগরিকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।