ফুলবাড়িয়ায় ডাক্তারের ভুল অপারেশনে শিখা রানী (৩০) নামের এক নারীর দুচোখ নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী উৎসব চন্দ্র পাল ডাক্তার শাহরিয়ার জাহান রাজুসহ চারজনের বিরুদ্ধে ফুলবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পুটি জানা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বেড়ি বাড়ি হাটখালির বাজার এলাকার উৎসব চন্দ্র পাল তার স্ত্রী শিখা রানীর বাম চোখের সমস্যা নিয়ে চিকিৎসা করাতে যান উপজেলার আছিম বাজারের ডাক্তার জাহান আই কেয়ার এ- ফ্যাকো সেন্টারে। ওই ক্লিনিকের চিকিৎসক চোখ অপারেশন এর পরামর্শ দেন। তাদের পরামর্শ অনুযায়ী গত ১৭ই মে ওই ক্লিনিকে অপারেশনের জন্য ভর্তি হন শিখা রানী। সেখানে বাম চোখ অপারেশন না করে ডান চোখ অপারেশন করেন চিকিৎসক। ভুক্তভোগী নারী এ ঘটনার প্রতিবাদ করলে জোরপূর্বক পুনরায় অজ্ঞান করে বাম চোখ অপারেশন করেন। এরপর থেকে দুচোখে কিছু দেখতে পান না শিখা রানী। তিনি এখন সম্পূর্ণভাবে অন্ধ বলে জানান। অভিযোগকারী উৎসব চন্দ্র পাল বলেন, স্ত্রীর চোখের অপারেশন করাতে ডাক্তার জামান আই কেয়ার এ- ফ্যাকো ক্লিনিকে নিয়ে যাই। সেখানে ইচ্ছাকৃতভাবে আমার স্ত্রীর বাম চোখ অপারেশন না করে ডান চোখ অপারেশন করে। বাম চোখের সমস্যা ডান চোখ কেন অপারেশন করা হলো এমন বাকবিতন্ডায় জড়ালে পরে একই সময়ে জোরপূর্বকভাবে বাম চোখ অপারেশন করেন। এরপর থেকে আমার স্ত্রীর চোখে কিছু দেখেনা। স্ত্রীকে ডাক্তার দেখাতে বর্তমানে ঢাকা ইস্পাহানি চক্ষু হাসপাতাল নিয়ে এসেছি। এ ঘটনার বিচার দাবিতে আমি থানায় অভিযোগ দিয়েছি। এ বিষয়ে ডাক্তার শাহরিয়ার জাহান রাজুর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে ফোনে কোন কথা বলতে অপারগতা প্রকাশ করেন। অভিযোগের তদন্তকারী ফুলবাড়িয়া থানার সেকেন্ড অফিসার এসআই শাহিনুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ময়মনসিংহ সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে ডাক্তারের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।