যেথায় থাকুক যে যেখানে" বাঁধন আছে প্রাণে প্রাণে" এই স্লোগানে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনব্যাপী উপজেলার ঐতিহ্যবাহী হোসেন্দী বহুমুখী উচ্চবিদ্যালয় চত্বরে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রথম পর্যায়ে ছিল কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ এবং দ্বিতীয় পর্যায়ে ছিল স্মৃতিচারণ ও সদ্য অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ বিএসসি ও মোহাম্মদ দুলাল মিয়া দুজন শিক্ষকের হাতে বিদায়ী উপহার তুলে দেন প্রাক্তন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক, স্কুল পরিচালনা কমিটি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডাঃ মাজহারুল হক তপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্কোয়াড্র লিডার (অব:) গোলাম কিবরিয়া আব্বাসী,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক খবিরুল আলম, হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠু, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আবদুল কুদ্দুস, আবুল কাইয়ূম, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদুর রহমান জুয়েল প্রমুখ।
অনুষ্ঠান'টি সঞ্চালনা করেন প্রাক্তন শিক্ষার্থী ও হোসেন্দী বহুমুখী উচ্চবিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক সফিকুল ইসলাম। ঈদ পুনর্মিলনী উপলক্ষে বিদ্যালয়ের ১৯৫৬ থেকে ২০২২ ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পদচারনায় এক মিলন মেলায় পরিণত হয়