আমাদের দেশে চলন্ত বাসে ধর্ষণের মতো ঘটনা কম নয়। গত কয়েক বছরের ঘটনা পর্যালোচনা করলে দেখা যাবে, আর এসব ধর্ষকের ভূমিকায় দেখা যায় বাসচালক ও তাদের সহকারীদের। গত বছর গনমাধ্যমে প্রকাশ পায়, শ্রীপুরে চলন্ত বাস থেকে স্বামীকে ফেলে দিয়ে এক নারীকে দল বেঁধে ধর্ষণের ঘটনা। এমনকি তার আগে টাঙ্গাইলে যাত্রীবাহী বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনা ঘটে এবং ২০১৮ সালে চলন্ত বাসে এক পোশাককর্মী গণধর্ষণের ঘটনাও ঘটে। তবে এরি মধ্যে ১৬ জুন ময়মনসিংহের ভালুকায় চলন্ত বাসে পোশাক কারখানার এক কর্মীকে ধর্ষণে ব্যর্থ হয়ে বাস থেকে তাঁকে ফেলে দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। সেদিন রাতে তিনি বাসায় ফেরার উদ্দেশে শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে একটি বাসে করে ভালুকার সিডস্টোর এলাকায় আসছিলেন তিনি। ঐ সময় মাস্টারবাড়ী বাসস্ট্যান্ডে পৌঁছলে ওই নারী ছাড়া অন্য যাত্রীরা নেমে যান। পরে তাঁকে একা পেয়ে বাসচালক ও সুপারভাইজার তাঁকে ধর্ষণের চেষ্টা চালান। তবে একপর্যায়ে ধর্ষণে ব্যর্থ হয়ে চলন্ত বাস থেকে তাঁকে ফেলে দেন। তাঁকে বাস থেকে পড়ে যেতে দেখে স্থানীয় লোকজন এগিয়ে আসেন এবং থানা-পুলিশকে জানান।
ভালুকা মডেল থানার ওসির নির্দেশনায় টহলে থাকা পুলিশের একটি টিম বাসের একজনকে ও পরে অন্য দুজনকে আটক করেন এবং মারাত্মক আহত অবস্থায় ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাঁকে মমেক হাসপাতালে ভর্তি করা হলে তার তিন দিন পরে তিনি মারা যান। এই ধরনের ঘটনা বাংলাদেশে বহু ঘটেছে। বিশেষ করে সাভার ও গাজীপুর-শ্রীপুর এলাকায় বিপুলসংখ্যক নারী পোশাককর্মী কাজ করেন। কর্মসূত্রে তাঁদের অনেককে রাতে বাসে করে বাসায় ফিরতে হয়। এমন ঘটনা আর যেন না ঘটে, সেজন্য নারীদের নিরাপত্তা নিশ্চিতে পোশাক কারখানার কর্তৃপক্ষদের অবশ্যই এ দায়বার নিতে হবে। প্রত্যেক কর্মী যেন নির্বিঘœ যাতায়াত করতে পারেন। পাশাপাশি চালক ও চালকের সহকারীদের চিত্তশুদ্ধি নিশ্চিত করায় বিশেষ প্রচারণাও করতে হবে।
সমাজে যখন একই ধরনের অপরাধ বারবার ঘটতেই থাকে তখন সেটা প্রতিরোধের পদক্ষেপ নেওয়াটা জরুরি। দীর্ঘদিন ধরে দেশের গণপরিবহন গুলোতে নারীরা নানাভাবে যৌন নিপীড়ন ও নির্যাতনের শিকার হতে থাকলেও তা প্রতিরোধের কোনো পদক্ষেপ নেওয়া হয় নি। এ বিষয় নারী অধিকার ও মানবাধিকার আন্দোলনকর্মীদের আবেদন-নিবেদন ও নানা সুপারিশ সত্ত্বেও গণপরিবহন ব্যবস্থা কিংবা সরকার কারোই টনক নড়ছে না। নারীর প্রতি এমন সহিংসতা বাড়তে থাকার পেছনে যৌন নির্যাতন-ধর্ষণ-হত্যাকা-ের বিচার না হওয়াই বেশি দায়ী। তাই সরকারের উচিত পাবলিক বাসে ধর্ষণ রোধে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি বিশৃঙ্খল গণপরিবহন খাতে শৃঙ্খলা আনা এবং চালক ও হেলপারদের আরও নজরদারির আওতায় আনার পদক্ষেপ নেওয়া।