গত ২/১ দিন গোটা উপজেলায় কাঁচা মরিচের দাম কিছুটা শিথিল ছিল। স্বস্থির নি:শ্বাস ফেলেছিলেন সাধারণ ক্রেতারা। কিন্তু বুধবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফের লাফিয়ে বাড়ছে কাঁচা মরিচের দাম। আগের দিনের দুই থেকে আড়াইশত টাকাকে পেছনে ফেলে এক লাফে এখন ৬ শত টাকা কেজি হয়ে গেছে। একই উপজেলার কিছু জায়গায় ৮ শত টাকা কেজিও বিক্রি হচ্ছে। গ্রাম এলাকার বাজার গুলোতে রয়েছে দামের ভিন্নতা। একই বাজারের একেক জন একেক দামে বিক্রি করছেন মরিচ। এতে প্রমাণিত হয় বাজারে প্রশাসনের কোন তদারকি নেই। আড়তদাররা বলছেন, আমরা ৪ শত টাকা কেজির নিচে বিক্রি করতে পারিনি। গতকাল সকালে সরজমিনে বাজার ঘুরে দেখা যায়, সরাইল সদরের হাসপাতাল মোড়ে গত মঙ্গলবারে যে মরিচ ৩৫০ টাকা বিক্রি হয়েছে সেই মরিচ বুধবার বিক্রি করছেন ৬ শত টাকা। ব্যবসায়ী মর্জিনা বেগম, মো. শাহেদ মিয়া ও সুমন মিয়া বলেন, ক্রয় মূল্য বেশী। তাই ৬ শত টাকার নিচে বিক্রি করা যাবে না। একই বাজারে সিকিম মিয়া দাম চেয়েছেন ৫ শত টাকা। কালীকচ্ছ বাজারের ব্যবসায়ী বাদল ও রায়হান ৫ শত টাকা কেজি বিক্রি করছেন। একই দামে বিক্রি করছেন চুন্টা বাজারের ব্যবসায়ী ইয়াকুব আলী ও হান্নান মিয়া। একই ৪ শত টাকায় বিক্রি করছেন বিশ্বাস। আর শাহজাদাপুর বাজারের (ছকে বাজার) ব্যবসায়ী লিটন ও হানিফ বিক্রি করছেন ৫ শত টাকা কেজি। উপজেলা সদর ও এর আশপাশের এলাকার চেয়ে গ্রাম এলাকায় গতকাল কাঁচা মরিচের দাম কম ছিল। নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা বাজারের করিম হোসেন ৩ শত টাকা কেজি বিক্রি করেন। তিনি বলেন, এখন আমার কাছে আর মরিচ নেই। আজ (গতকাল) সকালে আড়তে গিয়েছিলাম। ৪ শত টাকা কেজি দামেও ক্রয় করতে পারিনি। ৩২০ টাকা দরে বিক্রি করছেন মলাইশ বাজারের শামা দাস। আর দেওড়া বাজারের ব্যবসায়ী সালাহ উদ্দিন ও কালু মিয়া বিক্রি করেছেন ২ শত টাকা কেজি। বাজার ও এলাকাভিত্তিক কাঁচা মরিচের দামের এমন পার্থক্যে হতাশ ক্রেতারা। সাধারণ ক্রেতা মো. আনোয়ার হোসেন বলেন, একই বাজারে কেজিতে ১০০ টাকার ব্যবধান কেন হবে? দেওড়া গ্রামের বাজারে ২শত টাকা হলে উপজেলা সদরে কেন ৬ শত টাকা কেজি দরে বিক্রি হবে? তাহলে কী বাজার তদারকিতে কোন সমস্যা বা ঘাটতি রয়েছে? এই উপজেলায় কাঁচা মরিচের দামের এমন হ-য়-ব-র-ল অবস্থা থেকে সংশ্লিষ্ট প্রশাসনকে পরিত্রাণের ব্যবস্থা করতে হবে। সরাইল বাজারের মায়ের দোয়া বাণিজ্যালয় নামের আড়তের ব্যবস্থাপক মো. নাদিম বলেন, ঢাকার কাওরান বাজারেই দাম বেড়েছে। সেখান থেকে মালও তেমন একটা আসেনি। তাই আমরা আজ (গতকাল) সকালে ৪ শত টাকা কেজি পাইকারী বিক্রি করেছি। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দীন বলেন, দেশের অন্যান্য বাজারেও নাকি আবার দাম বেড়েছে। মজুদ বা গুদামজাত করে কৃত্রিম সংকট তৈরী করে মূল্য বৃদ্ধির অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নিতে পারি।