সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে কুমিল্লার নাঙ্গলকোট লোটাস চত্ত্বরে মঙ্গলবার বিকেলে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শিহর মাদরাসা মোহতামিম মাওলানা নুরুল আমীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ কারামতিয়া আলীয়া মাদরাসা সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই।
সমাজকর্মী মুফতি সাজ্জাদ হোসেন রাহাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুফতি আলমগীর হোসেন, মুফতি শহিদুল ইসলাম। অনুষ্ঠানে নাঙ্গলকোটের ওলামায়ে কেরাম ও স্বস্তরের তৌহিদী জনতা অংশগ্রহণ করেন।