নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণাঞ্চলে নতুন জাগ্রতচর ও পুরাতন চরের ৪০ হাজার একর খাস ভূমি দখল করে নিয়েছে ভূমিদস্যুরা। চরগুলো হলো- দক্ষিণচর চরএলাহী, উড়িরচর, চরবালুয়া, চরউমেদ, চররমজান, চরগাজী মিজান, চরগাংচিল, চরমওদুদ, চরদক্ষিণ এলাহী, চরকচ্ছপিয়া, চরকলমি, চরলেংটা, গুচ্ছগ্রাম ও ২৫ হাজার একর জাগ্রহচরসহ চরাঞ্চলের বিভিন্ন এলাকার ছোট ছোট চরগুলোসহ দখল করে নিয়েছে শীর্ষ সন্ত্রসী ও ভূমিদস্যুরা।
এসব ভূমিদস্যু স্ব-নামে বে-নামে নতুন ও পুরাতন চরগুলোর ভূয়া নথিপত্র বানিয়ে কৌশলে বিভিন্ন জেলার প্রভাবশালী ব্যক্তিদের কাছে হস্তান্তর করে এফিডেভিট ও পাওয়ারের মাধ্যমে সরকারি খাস জমি হস্তান্তর করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
অপরদিকে পুরাতন চরের প্রায় ৩০ হাজার একক খাস জমি আইল কাটি দিয়ে ঘেরাও করে নিজেরা অন্যজনের নিকট বিক্রি করছে বলে এলাকাবাসী জানান।
এদের মধ্যে যবর দখলকারী ব্যক্তিরা হলো- দক্ষিণ চরএলাহীর সাবেক চেয়ারম্যান মরহুম আলী, রবিউল, আবু বকর ছিদ্দিক, আবদুল মালেক, বুলেট বাহার, আবদুল খালেক, বসুর মিয়া, আশ্রাফ হোসেন রবেন্স, সাহাব উদ্দিন মেম্বার, ছিদ্দিক উল্যাহ, সিরাজ মিয়া, হানিফ পাটওয়ারী,নাজিম ফকির, আনিছ কোম্পানী, ফয়েজ উল্যাহ ডিসি, বাহার, সাকুরা, স্বপন, রুহুল আমিন, জয়নাল হাজারী, সেলিম বাতান, আলা উদ্দিন মিকার, আবদুল্লাহ, নুর নবী, আমির ব্যাপারী, একরাম, মহিলা মেম্বার দৌলত আরা, চরএলাহীর সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, মোঃ সোহেলসহ ৫০-৬০ জনের সেন্ডিকেট গ্রুপ। এরা নিজেরা যবর দখল করে রাখে এবং অন্যত্র প্রভাবশালী মহলের কাছে ভূয়া নথিপত্র দেখিয়ে হস্তান্তর করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন বলে এলাকাবাসীরা অভিযোগ করেছে।
চরএলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুর রাজ্জাক জানান, কোম্পানীগঞ্জ ও সদ্বীপ এলাকার কিছু ভূমিদস্যুদের কারণে সরকারীভাবে আমাদেরকে কিছু জমি বরাদ্ধ দিলেও এসকল ভূমিদস্যুদের কারণে নিজের জমিতেও যেতে পারছি না।
অপরদিকে আশ্রাফ হোসেন রবেন্স এর ছোট ভাই ইকবাল হোসেন রাফসান জানান, চর উমেদ, চর রমজানে আমাদের খামার বাড়িসহ কাগজপত্র মূলে দখলে আছি। এর মধ্যে কিছু কিছু সরকারের দেওয়া নথিপত্রের জমিও আছে বলে অন্য লোকেরা দাবী করছে।
এ ব্যাপারী সহকারী কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস জানান, সরকারী জায়গা যবর দখল করে অন্যের কাছে হস্তান্তর বা নথি স্ব-নামে বে-নামে করে আত্মসাৎ করেছে তাদের বিরুদ্ধে অচিরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।