গত সোমবার রাতে কেশবপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কলাগাছি বাজারে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজীব গাজী (৪৫) ও তার সহযোগী আজাহারুল ইসলাম (৪০)কে আটক করেছে। রাজীব সুফলাকাঠী ইউনিয়নের আড়ুয়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুর রাজ্জাক গাজীর ছেলে। আজাহারুল একই গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে। তারা তিন জন মোটরসাইকেল যোগে কলাগাছি বাজারে পৌছালে পুলিশের এস আই গোরা চাঁদ ও এ এস আই তারিকুল চ্যালেঞ্জ করলে একজন পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মাদক আইনের মামলা হয়েছে। মঙ্গলবার সকালে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।