পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বালাইনাশক ওষুধ স্প্রে করার পর প্রায় দেড় বিঘা জমির বেগুন গাছ নষ্ট হয়েছে। তেঁতুলিয়া সদর ইউনিয়নের মাগুড়া গ্রামের কাজিপাড়া ডাঙ্গি এলাকায় রবিউল নামের একজন চাষীর ক্ষেতে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক ৪ লাখ টাকা ক্ষতিপূরণ দাবী করে সংশ্লিষ্ট কীটনাশক ব্যবসায়ীর বিরুদ্ধে গত ৩ জুলাই/২৩ রাতে তেঁতুলিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছে। জানা যায় গরীব কৃষক মোঃ রবিউল মাগুড়া কাজিপাড়া এলাকায় সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহবুবুর রহমানের ৭ বিঘা জমি ভোগরেহান বা বর্গা নিয়ে নানাফসল চাষাবাদ করেন। বর্তমান মৌসূমে ৬৫ শতক জমিতে দেশীয় উন্নত জাতের বেগুন গাছের চারা লাগান। ওই বেগুন ক্ষেতে সাদা মাছি পোকার আক্রমণ দেখে মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী কীটনাশক ও সার ব্যবসায়ী জয়নাল আবেদীন কে জানান। ব্যবসায়ী জয়নাল তাকে ক্ষেতের পোকা দমনের জন্য হেকেম কোম্পানীর ‘‘তড়িৎ’’ নামের একটি কীটনাশক ওষুধের বোতল দেন। গত ২৬ জুন/২০২৩ বিকালে সেই ওষুধ বেগুন ক্ষেতে স্প্রে করেন এবং পরের দিন সকাল ৮ টায় ক্ষেতের বেগুন গাছ ঝিমিয়ে গেছে দেখতে পান। বিষয়টি সার ও কীটনাশক ব্যবসায়ীকে জয়নালকে জানানে তিনি কোন উদ্যোগ না নিয়ে গড়িমসি করেন। কৃষক মোঃ রবিউল বলেন, বিভিন্ন এনজিও থেকে প্রায় ৩ লক্ষাধিক টাকা ঋণ নিয়ে দেড় বিঘা জমিতে দেশীয় উন্নত জাতের বেগুন গাছ লাগিয়েছি। বর্তমান মৌসূমে ক্ষেতে ভাল ফলন ধরেছে। পাইকারের কাছে বেগুন বিক্রি দেবার জন্য টাকা নিয়ে ছিলাম। কিন্তু ‘‘তড়িৎ’’ নামক ওষুধ স্প্রে করার পর বেগুন গাছ ঝিমিয়ে মরে গেছে। এতে চলতি মৌসূমে বেগুন বিক্রি দিতে না পারায় আমার প্রায় ৪ লক্ষাধিক টাকা সমপরিমাণ ফসলের ক্ষতি হয়েছে। এখন বিভিন্ন এনজিও’র ঋণের বোঝা মাথায় নিয়ে পথে বসা ছাড়া আর কোন উপায় নাই। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী মো. জয়নাল আবেদীন বলেন, আমাদের ওষুধ দিয়ে ক্ষেতে এতবড় ক্ষতি হয়নি। সম্ভাবত অন্য কোন কারণে ক্ষেতের বেগুন গাছ মরেছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান বলেন, আমরার কাছে ভুক্তভোগী কৃষক এসেছিল। সার ও কীটনাশক ব্যবসায়ী জয়নালকে বিষয়টি মিমাংসা করতে বলেছি। তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী বলেন, বালাই নাশক ‘‘ তড়িৎ’’ নামক ওষুধ স্প্রে করার পর বেগুন ক্ষেত মরার অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।