বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফহুইপ ও সরকারী প্রতিষ্ঠান কমিটির সভাপতি আলহাজ আ.স.ম ফিরোজ এমপি বলেছেন, “কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে”। কৃষকরা আমাদের মাথার তাজ, তাদের মাথার ঘাম পায়ে ফালানো পরিশ্রমের বিনিময়ে অর্জিত ফসল আমাদের প্রতিদিনের অন্য যোগায়, খাদ্যে স্বয়ংসম্পুর্নতা অর্জনে প্রধান সহায়ক হিসেবে কাজ করে। তাই কৃষকবান্ধব দেশরত্ন শেখ হাসিনা সরকার কৃষকদের সব্বোর্চ ভর্তুকি, বিনামুল্যে সার,ঔষধ, বীজ, নামমাত্র মুল্যে কৃষি উপকরন ও প্রনোদনা দিয়ে কৃষকের পাশে থেকে কৃষকদের সেবা দিয়ে আসছেন। তিনি এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে সবাইকে ৩টি করে ফলের চাড়া রোপনের অনুরোধ করেন। আজ (৩রা জুলাই) সোমবার বেলা ১১টায় বাউফল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর কর্তৃক আয়োজিত কৃষকদের মাঝে কৃষি উপকরন বিতরণ ও উপজেলার সেরা কৃষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর, খামার বাড়ি পটুয়াখালীর উপণ্ডপরিচালক কৃষিবিধ মোঃ নজরুল ইসলাম।
জানা গেছে, বাউফল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার মাধ্যমে কৃষি বিভাগ উপজেলার ১৮শত কৃষকের মাঝে বিনামুল্যে জনপ্রতি ০৫কেজি আমন বীজ, ১০কেজি ইউরিয়া ও ১০কেজি ড্যাপ সার বিতরন করা হয়।এ ছাড়া উপজেলার বাউফল, নওমালা, আদাবাড়ীয়া, দাশপাড়া ও কেশবপুর ইউঃপিঃর ৫ সেরা কৃষককে ১টি করে স্প্রে মেশিন ও ১২প্রকার ফলের চারা বিতরন করা হয়। এ সময়ে উপজেলার মদনপুরা ইউঃপির মেহেদী হাসান নামের এক কৃষককে সুর্যমুথী বীজ মাড়াই যন্ত্র উপহার দেয়া হয়।
বাউফল উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিধ মোঃ কামরুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশিক্ষন অফিসার কৃষিবিধ মোঃ খায়রুল ইসলাম মল্লিক, বাউফল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, বাউফল উপজেলা কৃষি অফিসার কৃষিবিধ অনিরুদ্ধ দাস, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিক বৃন্ধ প্রমুখ।