নোয়াখালীর সেনবাগে শহীদ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের স্বরণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে “বীর বিক্রম” শহীদ তরিক উল্যাহ ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার কাবিলপুর ইউনিয়নে লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজ মিলনায়নে ওই আলোচনা সভা, দোয়া মাহফিল ও ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়।
বীর বিক্রম শহীদ তরিক উল্যা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক সিআইপি’র সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম শুভ এবং সাইদুজ্জামান স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন-নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের এমপি ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মোরশেদ আলম। এ সময় বিশেষ অতিথি ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলার ডমুরুয়া ইউপির চেয়ারম্যান শওকত হোসেন কানন,উপজেলা আওয়ামী লীগের সহ সাধারন সম্পাদক ও সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আবদুস সাত্তার, নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল ওহাব,সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর মোরশেদ, বীর মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা হেদায়েত উল্লাহ মোহাম্মদপুর ইউপি আওয়ামী লীগ সেক্রেটারী রবিউল হাসান,মুক্তিযোদ্ধার সন্তান মুজিবুর রহমান বাবুল, লায়ন গিয়াস উদ্দিন, কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ভিপি আমিরুল ইসলাম মোহান, সেক্রেটারী সাইফুল ইসলাম সোহাগ,কাদরা ইউপি আওয়ামী লীগ সভাপতি গিয়াস উদ্দিন টিটু,সেক্রেটারী সাইফুল ইসলাম টিটু, মোহাম্মদপুর ইউপি আওয়ামী লীগ সভাপতি হোদন,বীজবাগ ইউপি আওয়ামী লীগ সভাপতি কালা কোম্পানী,অজুনতলা ইউপি আওয়ামী লীগ সেক্রেটারী ,মহিলা সংস্থার সভাপতি রেজিয়া বেগম বকুল, মোহাম্মদপুর ইউপি চেয়ারাম্যান ফিরোজ আলম রিগান, কাদরা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন ভূঁইয়া, ছাতারপাইয়া ইউপি আওয়ামী লীগ সেক্রেটারী সোহরাব হোসেন সুমন বক্তব্য রাখেন। পরে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।