ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের ইসলামাবাদ এলাকায় চলছে হাইওয়ে পুলিশের অভিযান। অভিযানকালে পুলিশ আটক করছেন মহাসড়কে নিষিদ্ধ সিএনজি চালিত অটোরিকশা। শনিবার বিকাল ৩টা ৫০ মিনিটে অভিযান চলাকালে কিছু অটোরিকশা সিগনাল অমান্য করে দ্রুত সটকে যেতে দেখা গেছে। অপরদিকে মহাসড়কে পুলিশ রেখেই ইসলামাবাদ ও বাড়িউড়া থেকে দেদারছে চলছে অটোরিকশা। সিভিল কিছু লোক সড়কের বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে মুঠোফোনে ব্যস্ত থাকতে দেখা গেছে। সবমিলিয়ে পুলিশি অভিযান চলমান রেখেই সড়কের উভয় দিকে অটোরিকশা চলমান থাকায় জনমনে নানা প্রশ্নেন সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জানতে খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাসের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও কথা বলা সম্ভব হয়নি।