প্রতিহিংসা দুরে রাখি ভালোবাসার সমাজ গড়ি এই শ্লোগানের মধ্যে দিয়ে মেহেরপুরের গাংনীতে বৃক্ষরোপণ করেছে সেচ্ছাসেবী সংগঠন পরিবর্তনের মেহেরপুর। শনিবার দুপুর ১২ টায় মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী উপজেলাধীন চোঁখতোলা রাস্তার পাশে ফলজ বনজ ঔষধি সহ শোভাবর্ধন বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
পরিবর্তনের মেহেরপুর প্রধান এডমিন মো: সাইদুর রহমানের নেতৃত্বে এ সময় সমাজ সেবক আবদুল হান্নান, আশিকুল ইসলাম সাগর, সেলিম রেজা, রাসেল আহমেদ, রাইসুল ইসলাম, জয় হোসেন, সৌরভ জাহাঙ্গীর, জাহিদ, শিমুল রাকিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিবর্তনের মেহেরপুর প্রধান এডমিন মো: সাইদুর রহমান বলেন, মানবিক সমাজ পেতে হলে সকলকে ভালো কাজের সাথে যুক্ত থাকতে হবে। প্রতিটা মানুষকে সমাজের কল্যাণেকাজ করতে হবে। মানুষ এগিয়ে আসলে নতুন কিছু পাবে।