কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন চর গঙ্গামতি সাগরে গোসলে নেমে নিখোঁজের ১৩ ঘন্টা পর পাওয়া গেছে নিখোঁজ এস এস সি পরীক্ষার ফল প্রত্যাশী নাবিলের (২৬) মরদেহ।
শুক্রবার রাত ১২টার দিকে সাগরের জোয়ারে নাবিলের মৃতদেহ ভেসে আসে। সে চর গঙ্গামতি সৈকতের যে জায়গা থেকে গোসলে নেমেছিল মৃতদেহটি সেখানে ভেসে আসলে স্থানীয় গ্রামবাসীরা তা দেখতে পায়। খবর পেয়ে রাতেই মহিপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
শুক্রবার (৩০ জুন) সকাল ১১ টার দিকে ঈদের ছুটিতে নানা বাড়ি বেড়াতে এসে সহপাঠী চার-পাঁচ কিশোরের সাথে সাগরে গোসলে নেমে ¯্রােতের টানে ভেসে যায় নাবিল।
নিখোঁজ কিশোরের বাড়ি কলাপাড়া পৌর শহরের এতিমখানা এলাকায়। তার পিতার নাম বজলুর রহমান। সে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
নাবিল নিখোঁজের পর থেকে প্রথমে স্থানীয় লোকজন জাল টেনে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু সাগরের ভাটির টানে সে ভেসে যাওয়ায় তার সন্ধান পায়নি।
খবর পেয়ে মহিপুর থানা পুলিশ, কুয়াকাটা টুরিস্ট পুলিশ ও কলাপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা এক যোগে নাবিলের সন্ধান চালালেও তাকে খুঁজে পায়নি।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মৃতদেহ উদ্ধারের পর নিহত নাবিলের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার সকালে চর গঙ্গামতি গ্রামের বাড়িতে নাবিলের জানাজা অনুষ্ঠিত হয়।