ঐতিহ্যবাহি বিদ্যাপিঠ বেদকাশি কলেজিয়েট স্কুলের ৮৫ বছর পুর্তিতে স্মৃতির আঙিনায় প্রাক্তন শিক্ষার্থীদের ১ম পুনর্মিলনী-২০২৩ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা এই অনুষ্ঠানের আয়োজন করে। গত ৩০ জুন সকাল ১০ টায় বিদ্যালয় চত্বরে বিদ্যাপিঠের পরিচালনা কমিটির সভাপতি ও উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান আলহাজ¦ সরদার নুরুল ইসলাম কোম্পানির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এস এম শফিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক আ.ব.ম আঃ মালেক। এতে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আবদুল মাজেদ, প্রাক্তন শিক্ষার্থী সরদার জাহাঙ্গীর আলম, শেখ আনোয়ার হোসেন, মঞ্জুর এলাহী, এম তুহিন আলম, শেখ মোস্তফা হুমায়ুন কবির, নারায়ন চন্দ্র মন্ডল, সরদার ইউনুস আলী, আবু হেনা মোস্তফা কামাল, শেখ আবু হেলাল, মোঃ হুমায়ুন কবির, খোরশেদ আলম, মোঃ রবিউল ইসলাম, মাহফুজুল ইসলাম, শারমিন ইতি, নিলুফা আক্তার তানিয়া প্রমুখ। আলোচনা শেষে স্মৃতি চারনের উপর আলোকপাত, কবিতা আবৃতি, দোয়া অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।