সিরাজগঞ্জে গরুবোঝাই পিকআপে ট্রাকের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। বৃহস্পতিবার (২৯ জুন) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাইবান্ধার সুজন সেখ (৩২), রাব্বি হোসেন (২৪) ও নাটোরের মাসুদ রানা (৩০) ও আয়ান (৪)।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এতথ্য নিশ্চিত করে বলেন, গরু বিক্রি করে একটি পিকআপ ঢাকা থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। একই সময় রাজশাহীর দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে পুকুরপাড় এলাকায় পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন ৩ জন।
তিনি আরও বলেন, আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে চার জনের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি আটক করে হাটিকুমরুল হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।