পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সুন্দরবনের খুলনা ও সাতক্ষীরা রেঞ্জের বনজ সম্পদ পাচার রোধসহ যে কোনো ধরনের নাশকতারোধে বন বিভাগের পক্ষ থেকে রেড এলার্ট জারি করা হয়েছে। ঈদ মৌসুম টার্গেট করে যাতে কোনোভাবেই পাচারকারী চক্রের সদস্যরা দৌরাত্ম্য বৃদ্ধি না পায় সে জন্য এ দুটি রেঞ্জে বিশেষ সতর্ক ব্যবস্থা নেয়া হয়েছে। আর এ কারণে বনকর্মকর্তাদের ঈদকালীন ছুটি বাতিল করার পাশাপাশি টহল ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুন্দরবন পশ্চিম বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ড. আবু নাসের মোহসীন হোসেন বলেন, খুলনা ও সাতক্ষীরা রেঞ্জের ৯ টি স্টেশন ও বিভিন্ন ক্যাম্পের কর্মকর্তাদের নিদের্শনা দেওয়া হয়েছে যে, পাচাররোধে ব্যবস্থা নিতে ব্যর্থ বনপ্রহরী ও কর্মকর্তাদের কোনোমতেই ছাড় দেয়া হবে না। বর্তমানে সুন্দরবনের সকল ধরনের সম্পদ আহরণ বন্ধ সহ পর্যটন প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। প্রতিনিয়ত সুন্দরবনের সম্পদ রক্ষায় বনকর্মীরা টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারপরেও ঈদকে সামনে রেখে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ঈদ পরবর্তী এক সপ্তাহ এই রেড এলার্ট বলবৎ থাকবে। তিনি আরও জানান, ঈদকে সামনে রেখে বন থেকে বনজদ্রব্য পাচার ও প্রাণী, বিশেষ করে হরিণ শিকার বৃদ্ধির আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া বনে যাতে করে দুর্বৃত্তরা প্রবেশ করে কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে সেজন্য সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সুন্দরবনের হরিণ শিকার ও বিশ প্রয়োগ করে মাছ শিকার প্রতিরোধে বন বিভাগের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে। সুন্দরবনের বিশেষ টিম স্মার্ট খুলনা রেঞ্জের টিম লিডার জহিরুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে সার্বক্ষণিক তাদের টহল কার্যক্রম চলমান থাকবে। বন বিভাগের খুলনা রেঞ্জ সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সুন্দরবনের হরিণ শিকার, অবৈধভাবে গাছ কাটা এবং সুন্দরবনে প্রবেশ করে যাতে মাছ শিকার করতে না পারে তার জন্য গত শুক্রবার সকাল ১০ টায় খুলনা রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক(এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, বিশেষ বিশেষ টিম গঠন করে টহল জোরদারসহ প্রত্যক স্টেশন কর্মকর্তার সমন্বয়ে টহল কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ছাড়া সুন্দরবন লোকালয়ে সিপিজি সদস্য ও বন কর্মীদের সমন্বয়ে ফুট প্রেট্রেলিং জোরদার করা হয়েছে। ভিসিএফ, পিএফ ও সিএমসির সদস্যরা সজাগ থেকে সবাত্মক সহযোগিতা করছে ঈদ উপলক্ষে সুন্দরবনের সম্পদ রক্ষার কাজে। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বানিয়াখালী স্টেশন কর্মকর্তা মো.আবু সাঈদ, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ রায়, কালাবগি স্টেশন কর্মকর্তা আঃ হাকিম, নলিয়ান স্টেশন কর্মকর্তা মো. তানজিলুর রহমান, সুতারখালি স্টেশন কর্মকর্তা সমশের আলী সহ বিভিন্ন টহল ফাঁড়ির কর্মরত ভারপ্রাপ্ত কর্মকর্তারা। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এমকেএম ইকবাল হুসাইন চোধুরী বলেন, ইতোমধ্যে ঈদুল আজহাকে সামনে রেখে বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়িতে কর্মরত বন বিভাগের স্টাফদের ছুটি বাতিল করা হয়েছে টহল কার্যক্রম পরিচালনার জন্য। তাছাড়া বিশেষ টিমের পাশাপাশি রাত-দিন বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়ি সমন্বয়ে গঠিত টিম সুন্দরবনের বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।