উন্নয়নের অভিযাত্রায় দুরন্ত গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। বিশ্বের বহু দেশের কাছে বাংলাদেশ এখন উন্নয়নের ক্ষেত্রে বিস্ময়ের উৎসভূমি হিসেবে পরিচিতি পাঁচ্ছে। কেননা বর্তমান সরকারের আমলে গৃহীত ও বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার একটি খতিয়ান তৈরি করলে দেখা যাবে অবকাঠামোমূলক উন্নয়ন খাতটি উল্লেখযোগ্য অবস্থান দখল করে আছে। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে নির্মাণ করা হয়েছে বা হচ্ছে উড়াল সেতু এবং অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ মহাসড়কগুলো। গ্রামীণ পর্যায়ে নেয়া হয়েছে বেশকিছু অবকাঠামোমূলক উন্নয়ন প্রকল্প। এ ছাড়া সরকারি ও বেসরকারি মালিকানায় নির্মাণাধীন রয়েছে বেশকিছু বহুতল ভবন এবং গত এক যুগের বেশি সময় ধরে সরকার সড়ক ও রেল খাতের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বাড়িয়েছে। নেয়া হয়েছে বড় বড় প্রকল্প। একেকটি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে আর আমাদের আত্মবিশ্বাসের ঘাটতি দূর হচ্ছে, সাহস বাড়ছে, উচ্ছ্বাস বাড়ছে। এসবের মাধ্যমে প্রমাণিত, দেশের অবকাঠামো খাত আর আগের অবস্থানে নেই। এগিয়ে গেছে বহুদূর। এসব উন্নয়ন প্রকল্পে যথাযথ প্রক্রিয়ায় এবং মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে কিনা বা উন্নয়ন প্রকল্পগুলোতে তদারক প্রতিষ্ঠান কি যথাযথ ভূমিকা পালন করছে কিনা এখন সেটাই বড় প্রশ্ন। কেননা, নয়তো ঝুঁকির মধ্যে পড়বে নাগরিকের নিরাপত্তা। তাছাড়া আর্থিক ক্ষতির বিষয়টি তো রয়েছেই। তাই টেকসই উন্নয়নের লক্ষ্যে নির্মাণ কাজ পরিচালনা করার সময় যথাযথ প্রক্রিয়া এবং নির্মাণসামগ্রীর গুণগত মান নিশ্চিত করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে প্রায়ই অভিযোগ উঠে থাকে ঠিকাদারি প্রতিষ্ঠান গুলোর ওপর। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো পরীক্ষার জন্য যে নমুনা নিয়ে আসে, সেটি সংশ্লিষ্ট প্রকল্পে তারা ব্যবহার করে না। ফলে বুয়েটের পরীক্ষায় নমুনার ভালো ফলাফল পাওয়া গেলেও প্রকল্পের মান ঠিক থাকে না। মাঝে মাঝে মালিক পক্ষ স্থপতিদের চাপ প্রয়োগ করে থাকেন যাতে স্বল্প সময় ও স্বল্প খরচের মধ্যে ভবন তৈরি করে দেয়া হয়। আবার অনেক সময় দেখা যায়, স্থপতিরা টাকা সাশ্রয়ের জন্য মানের সঙ্গে আপোশ করে থাকেন, যা অনুচিত। তাই এসব বিষয় তদারক করার দায়িত্ব পালন কে বা কোন প্রতিষ্ঠান করবে তা নির্দিষ্ট করে দেয়া প্রয়োজন। স্থপতিরা ভবনের যে নকশা এবং যে নির্মাণসামগ্রী নির্দিষ্ট করে দেয় তা যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে কিনা সেটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদিও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নিয়ম রয়েছে ভবন নির্মাণের পর বাসযোগ্যতার সনদ নিতে হবে; কিন্তু অধিকাংশ মালিক সেই সনদ গ্রহণ করেন না। এ সনদপত্র গ্রহণের বিষয়টিকে বাধ্যতামূলক করা প্রয়োজন। পাশাপাশি রাস্তা নির্মাণ বা সংস্কার কাজের সময় সংশ্লিষ্ট সরকারি তদারক প্রতিষ্ঠানকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। যেকোনো নির্মাণ প্রকল্প নেওয়ার আগে অবশ্যই ভালোভাবে সম্ভাব্যতা যাচাই করতে হবে, না হলে জনগণের করের অর্থ নতুন করে পানিতে ঢালা হবে। সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ যদি সমন্বিতভাবে কাজ করে, তাহলে নির্মাণ প্রকল্পে নির্মাণসামগ্রীর যথাযথ মান নিশ্চিত করা সম্ভব হবে। তাই পুরো অবকাঠামো খাতে আমূল পরিবর্তন আনা প্রয়োজন।